adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন আলভেজ

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার রক্ষনভাগের ফুটবলার দানি আলভেজ জানিয়েছেন, আগামী মৌসুমে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দেয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন। আগামী জুনে ন্যু ক্যাম্পের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ৩১ বছরের এই তারকার। ব্রাজিল জাতীয় দলের এই ফুটবলার ২০০৮ সালে সেভিয়া থেকে বার্সায় যোগ দেয়। আর কাতালানদের হয়ে ১৬টি শিরোপাও জিতে। আলভেজ বলেন, আমি আগামী বছর ইংল্যান্ডে যাচ্ছি। আমি হোম অব ফুটবলে খেলতে যাচ্ছি। আর এটাই বার্সার হয়ে আমার শেষ বছর। আলভেজ কোন ক্লাবে যাচ্ছে সে ব্যাপারে তিনি কিছু জানাননি। তবে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার আগে যোগাযোগ হয়েছিল। এর আগে বার্সার সাবেক কোচ পেপ গার্দিওয়ালা কাতালানদের দায়িত্বে আসার পর প্রথম চুক্তি করিয়েছিলেন আলভেজের সঙ্গে। আলভেজ সেভিয়ার হয়ে ছয় বছরে পাঁচটি শিরোপা জিতেছিলেন। আর বার্সায় আসার পরই তিনি লিগ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগ জিতেন। পরে আলভেজ থাকা অবস্থায় আরো তিনটি লিগ শিরোপা ও ২০১১ সালে  আবারো ইউরোপ সেরার মুকুট পরে বার্সা। তিনি এখন পর্যন্ত বার্সার হয়ে ৩০৩টি ম্যাচ খেলেছেন। যেখানে ২০টি গোল করেছেন আর গোল করতে সাহায্য করেছেন আরো ৮৫টিতে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া