adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০৩ রানের বিশাল জয় টাইগারদের

ছবি: সংগৃহীতস্পোর্টস ডেস্ক :  দ.কোরিয়ার ইনচনে ইয়নহুই ক্রিকেট গ্রাউন্ডে এশিয়ান গেমসের ম্যাচে অল-রাউন্ডিং পার্ফরমেন্স দেখিয়ে কুয়েতের বিপক্ষে ২০৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করা বাংলাদেশ সংগ্রহ করে ২২৪ রান।  আর ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ রান করতেই গুটিয়ে যায় কুয়েত। হারের বৃত্তে থাকা বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে শুনিয়ে গিয়েছিল আশার বানী। নতুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলে গিয়েছিলেন, এশিয়ান গেমসের স্বর্ন ধরে রাখতেই মিশনে যাচ্ছেন তারা। দেশের ক্রিকেটকে খারাপ অবস্থা থেকে টেনে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন তিনি। আর তার কথা মতোই শুরু করল টাইগাররা। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুয়েত। টসে হেরে ব্যাটিংটা যেন ফেভারিটদের মতোই করে দেখালো বাংলাদেশ। ওপেনিং করতে ক্রিজে এসেছিলেন তামিম ইকবাল ও আনামুল হক বিজয়। মাত্র ৫ ওভারেই দুই ওপেনার তুলে নেন ৬১ রান। তামিম ২২ বলে তিন চারের সাহায্যে করেন ২৮ রান। বিজয় করেন ১৮ বলে ৩৮ রান। বিজয়ের ব্যাটিংয়ে এদিন ছন্দ খুঁজে পাওয়া গিয়েছিল। ডানহাতি এ ব্যাটসম্যান ৫টি চারের সঙ্গে একটি বিশাল ছক্কাও হাঁকিয়েছেন। আনামুল বিদায় নিলে তামিমের সঙ্গে জুটি বাঁধেন মোহাম্মদ মিঠুন। ২৫ বলে একটি আগ্রাসী ইনিংস খেলেন মিঠুন। চারটি চার আর তিনটি ছয়ের সাহায্যে তিনি করেন ৫৯ রান। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা বাংলাদেশের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ব্যাটিংয়ে নেমে করেন ২৩ রান। ১৫ বলে সাকিবের ইনিংসে ছিল তিনটি চার। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা সাব্বির রহমান যেন কুয়েতের বোলারদের পাড়ার গলির বোলার বানিয়ে ফেললেন। ১৮ বলে একটি চার আর তিনটি ছয়ে তিনি করেন ৩৫ রান। এছাড়া ব্যাটিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়ে মাহামুদুল্লাহ করেন ৪ রান, নাসির করেন ৯ রান। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২২৪ রান। ২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুয়েতের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তাদের ব্যাটসম্যানদের রানের ডিজিটগুলো অনেকটা টেলিফোনের ডিজিটের মতোই দেখাচ্ছিল ম্যাচ শেষে। কুয়েতের দলীয় সর্বোচ্চ রান আসে আলোতাইবির ব্যাট থেকে (৭ রান)। পাঁচ জন ফেরেন শুন্য রানে। এক রানে সাজঘরের পথ ধরেন আরো দুইজন। কুয়েতের ব্যাটসম্যানদের উইকেট নিতে এগিয়ে ছিলেন আরাফাত সানি। তিনি ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। এছাড়া তিনটি পান মাহামুদুল্লাহ (২-১-১-৩)। দুই ওভার বল করে রুবেল দেন ২ রান। আর মাশরাফি যেন রুবেলের চেয়েও কৃপণ। তিনি দুই ওভার বল করে কোনো রানই নিতে দেননি কুয়েতের ব্যাটসম্যানদের। সাকিব দুই ওভার বল করে ৪ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। শুভাগত হোম দুই ওভারে ২ রান দিয়ে নেন একটি উইকেট। আর সাব্বির এক ওভার বল করে ৪ রান খরচায় নেন একটি উইকেট।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া