adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী ছাড়া কোথাও সভা-সমাবেশ নয়

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরনিজস্ব প্রতিবেদক : ঢাকা শহরের যানজট এড়াতে এখন থেকে ঢাকার ভেতরে শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানের চার পয়েন্ট ছাড়া কোথাও সভা-সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। আজ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। তিন জানান, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। তবে ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) ঢাকার সভা-সমাবেশ করা যাবে বলে প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব করা হবে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, রাজধানীতে যানজটের অন্যতম কারণ যত্রতত্র মিছিল মিটিং- র‌্যালি করা। তাই আমরা আন্তঃমন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত নিয়েছি যেন সারা বছর রাজধানীকে যানজটমুক্ত রাখা যায়।   রাজধানীর যত্রতত্র পশুহাট বসানোর বিষয়ে তিনি বলেন, অনেক রাজনীতিবিদই এসব অবৈধ হাট বসানোর জন্য তদবির করছেন। তবে আমাদের সিদ্ধান্ত, কোনো তদবিরে কাজ হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, রাজধানীর কোথাও চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কাজ হচ্ছে। কোথাও দুই একটি পয়েন্টে অবৈধভাবে পশুহাট বসানোর চেষ্টা করা হয়েছিল। সেগুলো প্রশাসনের সহায়তায় উঠিয়ে দেওয়া হয়েছে।  তিনি বলেন, আগামী নভেম্বর মাসেই শুরু হবে ঝিলমিল থেকে গাজীপুর পর্যন্ত বিআরটিএ সড়ক নির্মাণ কাজ। এছাড়া ফেব্রুয়ারি মাস থেকে মেট্রোরেল নির্মাণের ফিজিক্যাল কাজ শুরু করারও আশ্বাস দেন মন্ত্রী।  মৌচাক-মগবাজার ফ্লাইওভার নির্মাণ কাজ সম্পর্কে তিনি বলেন, এখানে কিছু সমস্যা ছিলো। তা নিরসন করা হয়েছে। আপতত  এ এলাকার যানজট কিছুটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। ঘাটে ঘাটে চাঁদাবাজি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখনও কোথাও কোথাও চাঁদাবাজি হচ্ছে বলে সংবাদ মাধ্যমে দেখেছি। আমাদের সিদ্ধান্ত হয়েছে, যে করেই হোক চাঁদাবাজি বন্ধ করতে হবে। 

এজন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা চান। কোথাও কোনো চাঁদাবাজির সংবাদ পেলে মন্ত্রণালয়কে জানাতেও অনুরোধ জানান মন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া