adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিক্ষুক দিয়ে ট্রেনের টিকিট বিক্রি

ছবি : প্রতীকীনিজস্ব প্রতিবেদক : অনলাইনে টিকিট কিনে ভিক্ষুক দিয়ে তা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করানোর দায়ে শাহজাহান (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে কমলাপুর রেলওয়ে পুলিশ।
বুধবার সকালে রাজধানীর মগবাজারের তরঙ্গ টেলিকম থেকে তাকে আটক করা হয়। কমলাপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ আটকের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, শাহজাহান দীর্ঘদিন ধরে রেলওয়ের ওয়েবসাইট, মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন উপায়ে ট্রেনের টিকিট কিনে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিতেন। কেউ টিকেট নিতে রাজি হলে ভিক্ষুকদের মাধ্যমে তাদের টিকিট পৌছে দিতেন এবং টাকা সংগ্রহ করাতেন।
 বুধবার এক ভিক্ষুকের সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আবদুল মজিদ বলেন, শাহজাহান বিভিন্ন রুটের ২০০-৫০০ টাকার ট্রেনের টিকিট কিনে ২ থেকে আড়াই হাজার টাকায় বিক্রির বিজ্ঞাপন দিতেন। বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পেয়ে আমরা দীর্ঘদিন এ ধরনের অনলাইন কালোবাজারিদের ধরার চেষ্টা করছিলাম।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান মজিদ।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া