adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাসায় ৫ কোটি টাকার কাপড়ের চালান- তবু আটক হলেন না পাকিস্তানী

Handcuffs01_2003-06-02ডেস্ক রিপোর্ট : তিনি কূটনীতিক নন। নন কোন ভিআইপিও। স্রেফ পাকিস্তানী নাগরিক। তবু তাকে গ্রেফতার করা হয়নি। গভীর রাতে এ নিয়ে গুলশানের কূটনীতিক পাড়ায় চলে তুলকালাম। শেষ পর্যন্ত তাকে আটক করা হয়নি। অথচ তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে ৫ কোটি টাকার চোরাই কাপড়। যেনতেন কাপড় নয়, পাকিস্তানের বিখ্যাত সব ব্র্যান্ডের কাপড়। একটি থ্রী পিসের মূল্য পঞ্চাশ হাজার থেকে লাখ টাকা। প্রতিটি শাড়ির মূল্যও অনুরূপ। রোববার রাতে গুলশান ২ নম্বর আবাসিক এলাকার একটি বিলাসবহুল বাড়িতে হানা দেয় শুল্ক গোয়েন্দা ও ডিবি পুিলশ। তার নাম হালিম পুরি। জব্দকৃত কাপড়ের মূল্য পাঁচ কোটির টাকারও বেশি।
ডিবি জানিয়েছে-হালিম পুরি দীর্ঘদিন ধরে চোরাই কাপড়ের ব্যবসা করে আসছেন। তিনি পাকিস্তান থেকে চোরাই পথে দামী সব থ্রি পিস, শাড়ি, বোরখা ও ঘাগড়া এনে গুলশান ও বনানীর অভিজাত শপিংমলে সরবরাহ করতেন। এসব কাপড় আমদানি নিষিদ্ধ না হলেও বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা। এতে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দেয়া হয়েছে বলে খবর আসে শুল্ক গোয়েন্দা দফতরে। তারপরই নজরদারি শুরু হয় তার ওই বাসায়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মইনুল খান ডিবি পুলিশের সহযোগিতায় হানা দেন ওই বাসায়। বাসায় ঢুকেই তিনি অবাক বনে যান। চোরাই কাপড়ের বিশাল স্তূপ। তখন সেগুলো তিনি জব্দ করতে চাইলে ঘটে তুলকালাম কাণ্ড। হালিম পুরি নিজেকে একজন কূটনীতিক দাবি করেন। তখন পাসপোর্ট চেক করে দেখা যায়- তার পাসপোর্ট বি’ ক্যাটাগরির। অর্থাত তিনি কোন কূটনীতিক নন। ইতোমধ্যে হালিম পুরি খবর পাঠিয়ে দেন পাশের পাকিস্তান হাইকমিশনে। ঝড়ের বেগে ছুটে আসেন একজন কূটনীতিক। শুল্ক মহাপরিচালক মইনুল খান বলেন-হালিমকে আটক না করার জন্য চাপও সৃষ্টি করা হয়। হুমকি দেয়া হয় এতে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরবে। এতে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েন মইনুল খান। বিষয়টি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীফ প্রটোকল কনস্যুলার সার্ভিস নাজমুল ইসলামের নজরে আনা হয়। এক পর্যায়ে দু’দেশের কূটনৈতিক মহলের মধ্যে চলে ঠান্ডা লড়াই। শেষ পর্যন্ত ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত দেয়া হয়- যেহেতু অভিযুক্ত হালিম কোন কূটনীতিক নন তাই তিনি বিনাশূূল্কে এ সব কাপড় আনার সুযোগ সুবিধা পেতে পারেন না। কাজেই দেশের প্রচলিত শুল্ক আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে।
জানা যায়-সন্ধ্যা থেকে রাত দুটো পর্যন্ত চলে দুু’পক্ষের লড়াই। রাত আড়াইটায় সব কাপড় জব্দ করা হয়। এত কাপড় যে বহন করতে আনা হয় দুটো ট্রাক।
মইনুল খান জানান-রাতেই দু’ট্রাক মাল নেয়া হয় ঢাকা কাস্টমস হাউসে। আপাতত শুল্ক ফাঁকির মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। যদি আরও কোন অভিযোগ পাওয়া যায তখন ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে।
তিনি জানান-এসব কাপড় নিষিদ্ধ নয়। শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে। সে জন্যই তাকে আটক করা যায়নি। যদি মাদক কিংবা অন্য কোন নিষিদ্ধ পণ্য পাওয়া যেত, তাহলে হয়ত আটক করা যেত। তবে তার কর্মকাণ্ড সন্দেহজনক। তিনি বহুবার পাকিস্তান থেকে ঢাকায় যাতায়াত করেছেন। তার অতীত কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। জক

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া