adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পাগল’ উপাধি পেলেন সমাজকল্যাণমন্ত্রী!

samajডেস্ক রিপোর্ট : সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী যিনি গান গাইতে ও শোনাতে ভালবাসেন। এটা এখন প্রতিষ্ঠিত সত্য। যেখানেই যান সেখানে আর যা-ই করেন না কেন, একটা জিনিস করতে ভুলেন না । সেটা হলো মানুষকে গান শোনানো। তার এই গানের প্রতিভা তাকে পাগল উপাধি পেতে সহযোগীতা করেছে। রোববার মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে তিনি এ উপাধিতে ভূষিত হন!
মন্ত্রী নিজেকে গানের ভক্ত হিসেবে উল্লেখ করে মঞ্চে গান ধরলে পুরো ক্যাম্পাস গানে গানে মুখর হয়ে ওঠে। সবাই মুখে মুখে গান গেয়ে উঠলেও ছাত্রীরা মন্ত্রীকে ‘পাগল’ বলে হৈ চৈ শুরু করে।
এর আগে, ফেসবুকে ছেলেদের সঙ্গে প্রেম ও সময় নষ্ট না করতে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ছাত্রীদের আহ্বান জানান সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। রোববার দুপুরে ওই কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সময় বলেন, ‘জনপ্রিয় সামাজিক যোগাযোগ ফেসবুক ও ইন্টারনেটের মাধ্যমে ছেলে বন্ধুর সঙ্গে প্রেম করে সময় নষ্ট করো না। তোমাদের কলেজের স্বাধীন জীবনকে হেলায় নষ্ট করে রাষ্ট্রের বোঝা হয়ো না। দেশকে ভালোবাসতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে।’
সমাজকল্যাণমন্ত্রী আরো বলেন, ‘যতই সুন্দরী বা কালো হও না কেন ভালোভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারলে জাতি তোমাদের স্মরণ করবে। তোমাদের মধ্যে আনন্দ থাকতে হবে।’
কলেজের নতুন ভবন নির্মাণের প্রতিশ্র“তি দিয়ে মন্ত্রী এসময় ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘যে দিন চলে যায় সে দিন আর ফিরে পাওয়া যায় না। ফেসবুক আর প্রেম করে সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। মেধা ও যোগ্যতা দিয়ে নিজের পায়ে তোমাদের দাঁড়াতে হবে।’
বক্তব্যের শেষ পর্যায়ে মন্ত্রী বলেন, ‘আমি সংস্কৃতির মানুষ। গানবাজনা আমার প্রিয়।’ এরপর মন্ত্রী মঞ্চেই গান ধরেন, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমিৃ.’। মন্ত্রীর গানের সঙ্গে সবাই গলা মিলিয়ে গেয়ে ওঠেন। কলেজের সব শিক্ষার্থী আর সুধীজনের সমস্বর কণ্ঠে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
এভাবে গানে গানে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে চাইলেও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সমালোচনাও করে ছাত্রীরা। দর্শকসারিতে থাকা বিপুল সংখ্যক ছাত্রীরা এসময় মন্ত্রীকে পাগল বলে হৈ চৈ শুরু করে। এক পর্যায়ে অনুষ্ঠানের নীতি নির্ধারকরা হিমিশিম খেয়ে যান।
সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী যে কারণে আলোচিত-সামালোচিত সেসব ঘটনার কিছু ভিডিওচিত্র দেওয়া হলো।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া