adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তোবা শ্রমিকদের বিজিএমইএ ভবন ঘেরাও

তোবা শ্রমিকদের বিক্ষোভ (ফাইল ফটো)নিজস্ব প্রতিবেদক : বেতন-বোনাসের দাবিতে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবন ঘেরাও করেছে তোবা শ্রমিক সংগ্রাম পরিষদ। আজ বেলা ১১টার দিকে বিজিএমইএ ভবন ঘেরাও করে শতাধিক শ্রমিক।  এর আগে শুক্রবার তোবা গ্রুপের শ্রমিকরা ২৮ সেপ্টেম্বরের মধ্যে বেতন এবং ঈদ বোনাসের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে। সমাবেশে তোবা গ্রুপ সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশুর নেতৃত্বে এই কর্মসূচি চলছে। মিশু বলেন, সরকার ঘোষিত ২৮ সেপ্টেম্বরের মধ্যে মালিক দেলোয়ার হোসেন বেতন দেয়নি। তাই বিজিএমইএ ভবন ঘেরাও করেছি। শ্রমিকরা না খেয়ে থাকবে মালিকরা ঈদ করবে তা আর এ দেশে হতে দেবো না।  দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবো। মিশু সরকার এবং মালিককে উদ্দেশ্য করে বলেন, ঈদের এখনো ৭ দিন বাকি।  এর মধ্যে অনেক কিছু করা যাবে। শ্রমিকদের পাওনা মিটিয়ে দিন। শ্রমিকরা ঈদ করতে না পারলে মালিকরাও পারবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরো বলেন, আজকে শ্রমিকরা ঐক্যবদ্ধ। আর দেলোয়ার বলছেন শ্রমিকদের মধ্যে একতা নেই। ঈদের পর কারখানা চালু না করে কারখানা লে-অফ করলে শ্রমিকদের চার মাসের বেতন দিতে হবে। আর শ্রমিকরা যত বছর কাজ করেছে প্রতি বছরের কাজের জন্য প্রত্যেক শ্রমিককে গ্রেড দিতে হবে। এ ছাড়াও তোবার মালিক দেলোয়ারের জামিন বাতিল করে গ্রেফতারের আহ্বান জানান মিশু। এ রিপোর্ট লেখা (দুপুর ১২টা) পর্যন্ত বিজিএমইএর কোন নেতাই এই প্রসঙ্গে মুখ খোলেননি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া