adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘৃণার প্রতি ভালবাসা এই অস্ট্রেলিয়ান তরুণীর

3404_1আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার খ্রিস্টান তরুণী ‘কেট লিনে (২৭) গত সাত দিন হিজাব পড়েছেন। নিবেদিতপ্রাণ খ্রিস্টান হয়েও কেবল তার মুসলিম বান্ধবীদের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য কেট এ কাজ করেছেন। এতে তিনি বেশ সাড়া পান।
ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের সন্ত্রাসে অস্ট্রেলিয়ার কোনো কোনো অংশে ইসলামফোবিয়া দেখা দেয়। কয়েকটি ঘটনা সেখানকার মুসলিম নারীদের মধ্যে হিজাব পরলে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নারী মুখপাত্র বলেন, চলতি সপ্তাহে এক পথচারী এক নারীর মাথা থেকে হিজাব ছিড়ে ফেলেছে। সিডনিতে একটি মসজিদের সামনে শুকরের মাথাও ছুঁড়ে দিয়েছে।
লিনে জানান, টিভিতে এসব ঘটনা দেখে তার এক বান্ধবী তাকে জানায়, এখন সে আর লোকজনকে বলতে চায় না যে সে মুসলিম। তার মনে হচ্ছিল, অস্ট্রেলিয়া মুসলমানদের পছন্দ করে না। তিনি জানান, তিনি এর বিরুদ্ধে কিছু একটা করতে চাইলেন। এরপর তিনি হেডস্কার্ফ পরে ওই বান্ধবীকে ‘আতঙ্কের বিরুদ্ধে ভালোবাসা’ লিখে ম্যাসেজ পাঠান। সাত দিন হেডস্কার্ফ পরার অভিজ্ঞতা ডেইলি মেইল অস্ট্রেলিয়ার কাছে বর্ণনা করে মিজ লিনে বলেন, তার বন্ধুরা বিষয়টিকে দারুণভাবে নিয়েছে। তারা তার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।
হিজাব পরে চলাফেরা করতে গিয়ে তিনি বেশ কয়েকবার বিব্রতকর অবস্থায়ও পড়েন। বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের কেউ কেউ তার প্রতি বিরূপতা প্রকাশ করে। একবার এক মা ও তার মেয়ে রাস্তা পারাপার হওয়ার সময় লিনেকে এড়িয়ে যান। এছাড়া অ্যাডিলেড বিমানবন্দরে এক বন্ধুকে শুভেচ্ছা জানাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাশির মুখেও পড়েছিলেন তিনি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার হিজাব, অন্যান্য পোশাক এবং এমনকি ব্যাগের ভেতরেও তল্লাশি চালিয়েছিল।
কেট লিনে বলেন, হিজাব পরার পর তা মনে হয়েছে, অনেক মুসলিম নারী হিসাব পড়ার কারণে অবিশ্বাস আর সন্দেহের শিকার হচ্ছে।
তিনি বলেন, ‘আমি মনে করি, হিজাব পরিধানকারীরা প্রতিদিন এ ধরনের অব¯’ার মুখে পড়ছে। তিনি বলেন, ‘এটাই তাদের প্রতিদিনের জীবন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া