adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্রের দাবিতে হংকংয়ে অসহযোগ আন্দোলনের ডাক

140927225437_sp_hong_kong_624x351_afp_nocreditআন্তর্জাতিক ডেস্ক : গণঅসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন সেখানকার গণতন্ত্রপন্থী ‘অকুপাই সেন্ট্রাল মুভমেন্ট’-এর নেতা বেনি টাই।
হাজার হাজার বিক্ষোভকারী হংকং-এর সরকারি সদরদপ্তরের সামনে এই অসহযোগ আন্দোলনের প্রচারণায় নেমেছেন বলেও জানিয়েছেন মি. টাই।
৬০জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করার একদিন পরই এই অসহযোগ আন্দোলনের ঘোষণাটি এলো। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে পূর্ণ গণতন্ত্র দিতে বেইজিং অসম্মতি জানানোর প্রতিবাদে আন্দোলন শুরু করেছে হংকং -এর শিক্ষার্থীরা।
প্রতিবাদের অংশ হিসেবেই অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন অকুপাই সেন্ট্রাল মুভমেন্ট-এর নেতা বেনি টাই। একসপ্তাহ ধরে হংকংয়ে বিক্ষোভ চলছে।
আগামী সপ্তাহ থেকে হংকং-এর অর্থনৈতিক প্রাণকেন্দ্রে বাধা দেয়ার জন্য ব্যাপক প্রচার শুরু করেছে এই আন্দোলনের নেতাকর্মীরা।
এর আগে বিক্ষোভকারীদের সরকারি সদরদপ্তর এলাকা ছেড়ে যেতে বলা হলেও তারা এলাকা ছাড়েনি।
বরং মাত্র কয়েকজন প্রতিবাদকারীর মাধ্যমে যে বিক্ষোভের শুরু হয়েছিল, ছাত্রছাত্রীর ব্যাপক অংশগ্রহণের ফলে শনিবার সন্ধ্যায় তা বিরাট রূপ নেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে তাদের।
পরে অবশ্য বিক্ষোভকারীদেরকে হটিয়ে দিয়েছে পুলিশ। পুলিশসহ মোট ৩০জনের মত এই ঘটনায় আহত হয়েছে এবং ১৩জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
সম্প্রতি হংকং এ মনোনয়নের মাধ্যমে পরিচালক নিয়োগের সিদ্ধান্তের কথা জানায় বেইজিং।
কিন্তু নির্বাচনের মাধ্যমে পরিচালনা ব্যব¯’ার দাবীতে হংকং এ গত একসপ্তাহ ধরে ধর্মঘট করছে শিক্ষার্থীরা।
বিবিসি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া