adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাওয়া-কাওড়াকান্দি রুটে ২৯টি লঞ্চ চলাচল সাময়িক বন্ধ!

তোফাজ্জল হোসেন :  ঈদে যাত্রীর চাপ থাকার পরেও ঝুকিপূর্ণ ভেবে মাওয়া-কাওড়াকান্দি রুটে ২২টি লঞ্চের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পাঁচটি এবং গত বুধবার ১৭টি লঞ্চের বিরুদ্ধে এই নিয়েছে বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ । এর আগে আইএসও আইনে ৬৫ ফুটের নিচের আরও সাতটি লঞ্চ চলাচলে ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। এ কারণেই এই রুটের মোট ৮৬ (পিনাক-৬ বাদে) লঞ্চের মধ্যে ২৯টি লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে।
এছাড়া ডকইয়ার্ডে আরও সাতটি লঞ্চ থাকায় এই নৌ-রুটে চলাচলরত লঞ্চের সংখ্যা এখন ৫০। ঈদের আগে গুরুত্বপূর্ণ এই রুটের বেশ কয়েকটি লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যে কোনও মুহূর্তে অনির্দিষ্টকালের ধর্মঘট আসতে পারে বলে লঞ্চ মালিকদের একটি সূত্র জানিয়েছেন । নৌ-রুটের যাত্রীরা বলছে, দ্রুত বিআইডব্লিউটিসি সি-ট্রাক চালু না করলে আসন্ন ঈদে মাওয়া-কাওড়াকান্দি রুটে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ বেড়ে যাবে। তবে মাওয়ায় যাত্রী বিড়ম্বনা লাঘবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো.সাইফুল হাসান বাদল।
লঞ্চ মালিক সমিতির ধর্মঘটের মতো কর্মসূচির পথে যাওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ বলছে, এত বড় একটি দুর্ঘটনার পরও যদি লঞ্চ মালিকরা আইন অবজ্ঞা করে আন্দোলন করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পিনাক-৬ ট্র্যাজেডির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না । লঞ্চ মালিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পদ্মায় ঝুঁকি নিয়ে দেড় শতাধিক ট্রলার ও চার শতাধিক স্পিডবোট কোনও ধরনের কাগজপত্র ছাড়াই চলাচল করছে। এসব অবৈধ নৌ-যানের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা না নিয়ে বৈধ এই লঞ্চগুলো বন্ধ করে, অবৈধ ট্রলার-সিবোটগুলোকে ঝুঁকি নিয়ে পদ্মায় চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে। তাছাড়া অশান্ত নদীপথের কথা বলে শুধু মাওয়া-কাওড়াকান্দি নৌ-পথের লঞ্চগুলো বন্ধ করে দেওয়ায় বিষয়টিও মানতে পারছে না তারা।
মালিক সমিতির  এক নেতা নাম প্রকাশ না করার শর্তে  জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে ঈদের আগে এরকম একটি সিদ্ধান্ত ঘরমুখো যাত্রীরদের চরম বিড়ম্বনায় ফেলবে।  এ কারণে লঞ্চমালিকদের  সঙ্গে কথা বলে সরকার ব্যবস্থা নিলে যাত্রীদের ভোগান্তি দূর করার আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, ঈদে যাত্রীরা যাতে সুন্দরভাবে বাড়ি পৌচ্ছেতে পারে সে লক্ষ্যে এবং  সার্ভের রিপোর্ট অনুযায়ী লঞ্চগুলো চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
 এ বিষয়ে সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভুঁইয়া জানান, দৈর্ঘ্যে অসামঞ্জস্য থাকায় লঞ্চগুলোর চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে লঞ্চমালিকরা ভুল বোঝার সুয়োগ নেই বলে জানান তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া