adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বান কি মুন বললেন -হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি সরকার পরিচালনায় শেখ হাসিনার নতুন নেতৃত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ সত্যিই বাস্তবায়িত হচ্ছে, বলেন বান কি মুন। 
জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মহাসচিব। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে বান কি মুন আরও বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান জাতিসংঘ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তিনি বলেন, বিশ্ব শান্তির কথা বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, শান্তি মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ শান্তিরক্ষীরা তাদের অবদান রেখে চলেছে, আমি আশা করি এটি অব্যাহত থাকবে। 
জলবায়ূ পরিবর্তনের এই সময়ে বাংলাদেশ তার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির মাত্রা কমিয়ে আনছে, এ কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের এই অগ্রগতির কথা আমি বিভিন্ন নেতাদের কাছে বলি এবং তাদের এখান থেকে শিক্ষা নিতে বলি। 
উন্নয়ন ও শান্তির পথে বাংলাদেশ ক্রমেই এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়াল বক্তব্য রাখেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া