adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবর থেকে লাশের চিতকার

কবর থেকে লাশের চিৎকারআন্তর্জাতিক ডেস্ক : মৃত মানুষ জীবিত কিংবা দীর্ঘদিন পর খুঁজে পাওয়া ইত্যাদি আজগুবি খবর মাঝে মধ্যে হলেও শোনা যায়। কিন্তু কবর থেকে লাশের চিতকার শুনেছে এমন খবর তো শোনা যায় না। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে গ্রিসে।
জানা যায়, বৃহস্পতিবার গ্রিসের থেসালোনিকি শহরের পারিয়ায় ৪৫ বছর বয়সী এক নারীকে কবর দেওয়া হয়। কবরের কাছ থেকে সবাই সরে যাওয়ার পর পরই পাশে থাকা বাসিন্দা ও এক দল শিশু লাশটির চিতকার শুনতে পায়। এর আগে ক্যান্সারের কারণে চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।
পাশে থাকা বাসিন্দা ও শিশুরা জানায়, কবর থেকে সাহায্য চেয়ে চিতকারের শব্দ আসছিল। তখন শিশুরা সেখানে খেলাধুলা করছিল। এরপর পুলিশকে জানালে কবরটি আবার খোঁড়া হয় কিন্তু ওই নারীকে মৃত অবস্থাতেই পাওয়া যায়।
লাশটি পরীক্ষা করে এক চিকিৎসক জানান, তিনি কয়েক ঘণ্টা আগে মারা গেছেন। কোনো অবস্থাতেই তিনি পুনর্জীবিত হতে পারেন না। খ্রিসি ম্যাটিসকোদি নামের ওই চিকিতসক গ্রিক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি এটি বিশ্বাস করি না।’
তিনি আরও বলেন, ‘কেউ হার্ট ফেল করে মারা গেলে আমরা কয়েকবার পরীক্ষা করি। তার জীবিত হওয়ার কোনো প্রশ্নই আসে না।’
তবে নিহতের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিতসকের বিরুদ্ধে অভিযোগ করার কথা ভাবছেন তারা। সূত্র : বিবিসি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া