adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মত বিনিময়

ডেস্ক রিপোর্ট : বগুড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম।
 মঙ্গলবার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।  মতবিনিময় সভায় সাংবাদিকরা ছাড়াও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব)  আব্দুল ওয়ারীশ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ- সার্কেল) মোহাম্মাদ নাজির আহম্মেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায়, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) এজেডএম তৈমুর রহমান, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মোঃ ফয়জুর রহমান,  ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ন কুমার চৌধুরী, রিজার্ভ পুলিশ ইন্সপেক্টর (আরআই)  নূরুল হক মাতুব্বরসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।  সভায় শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পুলিশ সুপার জেলার সকল পূজা মন্ডপের নিরাপত্তা, আগত দর্শনার্থীদের নিরাপত্তা, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিংসহ পশুর হাটে চাঁদাবাজি, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া কোরবানির পশু হাট রাস্তায় বসলে যানজট হতে পারে এবং প্রকৃত ক্রেতারা হাটে হয়রানির শিকার যাতে না হন সে কারণে ভ্রাম্যমাণ আদালত বসানোর পরামর্শ প্রদান করা হয়। পশুরহাটে জাল টাকা শনাক্তকরণ মেশিনসহ পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পূজাকে কেন্দ্র করে যেসব মেলা বসে সেগুলোতে যাতে জুয়া ও মাদকের আসর না বসতে পারে সেজন্য সংশি¬ষ্ট সকল অফিসার ইনচার্জকে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। হাইওয়েতে যানবাহন চলাচলে পুলিশ চাঁদাবজির অভিযোগ পেলে সহকারী পুলিশ সুপার/অতিরিক্ত পুলিশ সুপার দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে মতবিনিময় সভায় জানানো হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া