adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃষ্টি আর যানজটে নাকাল নগরবাসী

বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে (ছবি : জিসান)নিজস্ব প্রতিবেদক : বুধবার দেড় ঘণ্টার বৃষ্টিতে রাজধানীতে যানজটে নাকাল হয়েছেন নগরবাসী। বৃষ্টিতে যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, ফকিরাপুল, মালিবাগ, খিলগাঁও, নয়াবাজার, গুলিস্তান, পল্টন, শাহবাগ, সায়েন্সল্যাব, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী, বনানী, গুলশান, মগবাজার এলাকায় তীব্র যানজটে থমকে যায় জনজীবন।
বিশেষ করে, অফিস ছুটির পর বাড়ি ফিরতে কর্মজীবীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। সড়কগুলোতে পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। অনেকে বৃষ্টির মধ্যেই হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে। রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে দেখা গেছে অসহায়।
বিকেল সাড়ে ৩টায় বৃষ্টি শুরু হয় এবং তা চলে ৫টা পর্যন্ত। ভারি বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে যান চলাচল বাধাগ্রস্ত হয়ে সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহণ তুলনামূলকভাবে কম থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ পরিবহণের জন্য অপেক্ষা করতে হয়। মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, ডেমরা, শ্যামপুর, মাতুয়াইল, শনির আখড়াসহ নিম্নাঞ্চলগুলো এবং সংসদ ভবন এলাকাসহ কয়েকটি সড়কে পানি জমে যাওয়ায় চলাচলে ব্যাপক বিঘœ ঘটে।
মানিক মিয়া অ্যাভিনিউ ও ধানমন্ডি ২৭ থেকে গাবতলী পর্যন্ত এবং ফিরতি পথে গাবতলী থেকে ফার্মগেট বা সায়েন্স ল্যাবরেটরি হয়ে শাহবাগ পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রাজধানীর মালীবাগ, মৌচাক, শান্তিনগর, মগবাজার, মুগদা, কাজলা, শ্যামপুর, জুরাইন, ডেমরা, পোস্তগোলা, ফরিদাবাদ, মিরপুরের রোকেয়া সরণি, আজিমপুরের নিউপল্টন, মানিকনগরসহ নিচু এলাকাগুলোতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া