adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ খুলনায় ইসির অভিজ্ঞতা বিনিময়

নিজস্ব প্রতিবেদক : দশম সংসদ নির্বাচন ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের অভিজ্ঞতা বিনিময়ে খুলনা বিভাগে আজ কর্মশালা করবে নির্বাচন কমিশন (ইসি)।  এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, কর্মশালায় রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএসএম) এবং কেন্ডিডেট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএসএম) নিয়ে আলোচনা করা হবে। দশম সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনে ফলাফল ব্যবস্থাপনা ও প্রার্থী ব্যবস্থা কী সমস্যার সৃষ্টি হয়েছিলো এবং তা থেকে উত্তরণের উপায় কি এসব নিয়েই কথা বলবেন আলোচকরা। এই বড় দুটি নির্বাচনের সময় ফলাফল প্রকাশে কিছুটা তথ্যগত গড়মিল দেখা দিয়েছিলো। সে সময় প্রিজাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার পাঠানো তথ্যে সংখ্যাগত ভুল হয়েছিলো। কর্মশালায় রিটার্নিং কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা, ১৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা, ২ জন টেকনিক্যাল এক্সপার্ট ও ২০ জন অফিস সহকারী অংশ নেবেন। হোটেল সিটি ইন এ কর্মশালাটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজও উপস্থিত থাকবেন। তারা বুধবার দুপুরের মধ্যেই খুলনায় উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।  এর আগে রাজশাহীতে এ ধরণের কর্মশালা করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় অঞ্চলেই অভিজ্ঞতা বিনিময় করবে ইসি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া