adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হরতাল – মাঠে নেই বিএনপি জোট

নিজস্ব প্রতিবেদক : ৫ জানুয়ারির ‘নির্বাচন প্রতিহতের’ আন্দোলনের পর সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রথম হরতাল। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সারা দেশে ভোর ছয়টা থেকে হরতাল শুরু হয়েছে। হরতালের ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানীর কোথাও হরতালকারীদের কোনো ততপরতা চোখে পড়েনি। রাজধানী পুরোটাই দখলে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
বৃষ্টিস্নাত সকালে রাজধানীতে গণপরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। প্রাইভেট গাড়ির সংখ্যা কম হলেও গণপরিবহনের সংখ্যা বাড়ছে। রাজধানীর জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক রয়েছে। সকাল নয়টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অফিসে আসতে দেখা গেছে। তবে দলের অন্য কোনো নেতাকর্মীর ততপরতা চোখে পড়েনি। জানা গেছে, দলের ঢাকা মহানগরের সব ইউনিটকে রাজপথে শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘উসকানিতে’ পা না দেয়ার নির্দেশ দিয়েছে আব্বাস-সোহেলের নেতৃত্বাধীন নগর কমিটি।
অন্যদিকে, জামায়াত-শিবিরের কর্মীদের আগের দুই দিনের হরতালে কোথাও কোথাও সক্রিয় দেখা গেলেও আজ তাদের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এছাড়া জোটের অন্য কোনো শরিক দলের নেতাকর্মীদের কখনোই হরতালে মাঠে তেমন একটা দেখা যায় না। আজও এর ব্যতিক্রম হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া