adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অ্যাঞ্জেলিনা জোলির ‘আফ্রিকা’

অ্যাঞ্জেলিনা জোলিবিনোদন ডেস্ক : ‘ইন দ্য ল্যান্ড অব দ্য ব্লাড অ্যান্ড হানি’র মাধ্যমে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। ‘আনব্রোকেন’ ও ‘বাই দ্য সী’ ছবি দুটি এখনও মুক্তি পায়নি, এরই মধ্যে আরেকটি ছবি পরিচালনার কাজ হাতে নিলেন অ্যাঞ্জেলিনা জোলি। এর নাম ‘আফ্রিকা’।  কেনিয়ান রাজনীতিবিদ ও নৃবিজ্ঞানী রিচার্ড লিকির জীবনী নিয়ে তৈরি হবে এটি। পরিবেশ ও বন্যপ্রাণীদের অভয়ারন্য সংরক্ষণে কাজ করে তিনি বিশ্বের আলোচিত ব্যক্তি। আফ্রিকান হাতি শিকারী ও হাতির জন্য হুমকিস্বরূপ কার্যক্রমের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন লিকি।  ‘আফ্রিকা’ হলো পরিচালক হিসেবে জোলির চতুর্থ ছবি। নিজের নতুন ছবি নিয়ে এক বিবৃতিতে মার্কিন এই অভিনেত্রী-নির্মাতা বলেছেন, ‘আফ্রিকা ও এর সংস্কৃতির সঙ্গে বরাবরই নিবিড় বন্ধন অনুভব করি। এই আফ্রিকার বাসিন্দাদের পদচিহ্ন আর নিজের চারপাশের পৃথিবীর প্রতি দায়িত্ববোধ খুব ভালো বোঝেন লিকি। ‘আফ্রিকা’ প্রযোজনা করবে ‘টার্মিনেটর’ ও ‘মিশন : ইমপসিবল’ ছবি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট স্কাইড্যান্স প্রোডাকশন্স। এর চিত্রনাট্য তৈরি করেছেন এরিক রোথ। ‘ফরেস্ট গাম্প’ ছবির চিত্রনাট্য লিখে অস্কার জিতেছেন তিনি। চিত্রগ্রহণ করবেন রজার ডিকিন্স। তিনি জোলির ‘আনব্রোকেন’-এ কাজ করেছেন। অলিম্পিক দৌড়বিদ লুইস জ্যাম্পারিনির জীবন অবলম্বনে নির্মিত ছবিটি মুক্তি পাবে আগামী ডিসেম্বরে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া