হৃতিকের ‘ব্যাং ব্যাং ডেয়ার’ চ্যালেঞ্জ
বিনোদন ডেস্ক: নতুন ছবি প্রচারের নতুন পদ্ধতি বেছে নিয়েছেন অভিনেতা হৃতিক রোশন। ২ অক্টোবর মুক্তি পতে চলেছে হৃতিক-ক্যাটরিনা অভিনীত ‘ব্যাং ব্যাং’ ছবিটি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাহরুখ ও উদয় চোপড়ার মতো আরোও কিছু বলিউড তারকার দিকে ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের নাম দিয়েছেন ‘ব্যাং ব্যাং ডেয়ার’ ফিটনেস চ্যালেঞ্জ। শুধু অভিনেতাদের নয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্যান্য ধুমপায়ীদেরকেও তাদেরকে তিনদিনের জন্য ধুমপান না করার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। প্রথম ‘ব্যাং ব্যাং ডেয়ার’ চ্যলেঞ্জে হৃতিক উদয়কে আগামী পাঁচদিনে ১০০ বার ‘বডি ওয়েট পুল আপ’(রড ধরে শরীর ওপড়ে টেনে তোলা) এর চ্যালেঞ্জ দেন। কিন্তু উদয় তা গ্রহন করে একদিনেই তা করে দেখান। আর তার ভিডিও ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করেন। এরপর দিনো মরিয়াকে আগামী তিনদিনে ২০ বার ‘প্যারালাল বার ডিপস’ করতে চ্যালেঞ্জ দিয়েছেন। এবার পালা শাহরুখ খানের। তার নতুন এইট প্যাক অ্যাবসের ছবি ছড়িয়ে পড়েছে মিডিয়াতে। হৃতিক তাকে তার পছন্দের যে কোনো ব্যায়াম করার ছবি পোস্ট করতে বলেছেন। ৪০ বছর বয়সী হৃতিকের এই চ্যালেঞ্জের সূত্রপাত নার্গিস ফখরির হাত ধরে। নার্গিস টুইটারে প্রথম জানিয়েছেন স্বাস্থ্যকর জীবন যাপন সহজ নয়। তাই নিজেকে সুস্থ রাখতে আটদিন যাবৎ চিনি ও কফি খাওয়া বন্ধ রেখেছেন। আর সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্যদেরকেও।