adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিএনএনকে নরেন্দ্র মোদি- ভারতীয় মুসলমানরা দেশের জন্য বাঁচবে দেশের জন্যই মরবে

নরেন্দ্র মোদিআন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় মুসলিমদের নিয়ে অবিচল আস্থা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ক্ষমতা গ্রহণের পর সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে মুসলিমদের প্রতি তার এই আস্থার কথা ব্যক্ত করেছেন।
ওই সাক্ষাতকারে মোদি বলেছেন, ‘ভারতীয় মুসলিমরা দেশের জন্য বাঁচবে, দেশের জন্যই মরবে।’ তার এ কথাকে শিরোনাম করে ভারতের প্রধান অনলাইনগুলো শুক্রবার খবর প্রকাশ করেছে।
উল্লেখ্য, মোদির সাক্ষাতকারটি নিয়েছেন সিএনএনের ফরিদ জাকারিয়া। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই মোদির প্রথম সাক্ষাতকার। দক্ষিণ এশিয়ায় আল-কায়েদা জিহাদ ঘোষণার যে ভিডিও প্রকাশ করেছে, সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে মোদি বলেন, ‘আমাদের দেশের মুসলিমদের সম্পর্কে তাদের (আল-কায়েদা) ভুল ধারণা রয়েছে। তারা যদি মনে করে, ভারতীয় মুসলিমরা তাদের ইশারায় নাচবে, তবে মনে করতে হবে তারা বিভ্রান্তি পড়েছে।
 মোদি সাক্ষাতকার গ্রহণকারীকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ভারতে প্রায় ১৭০ মিলিয়ন মুসলিম রয়েছে। তাদের কতজন আল-কায়েদায় যোগ দিয়েছে? কিন্তু আফগানিস্তান ও পাকিস্তানে এ ঘটনা অহরহ ঘটছে।
অবশ্য মোদি এ প্রসঙ্গে প্রথম উত্তরে জানান, তিনি এ বিষয়ে দার্শনিক ও ধর্মীয় ব্যাখায় যাবেন না। তিনি বলেন, বিশ্ব কি মানবতাকে সুরক্ষা দেবে না? বিশ্বাসী বা অবিশ্বাসী যে-ই হোক, মানবতার স্বার্থে তারা কি এক হবে না? এ সমস্যা পুরো মানবজাতির, একক কোনো দেশের জন্য নয় বা কোনো জাতির জন্যও নয়। আমাদের যুদ্ধটা মানবিকতা ও অমানবিকতা মধ্যে।
এই সাক্ষাতকারে ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেছেন মোদি। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আনেক উত্থান-পতনের ঘটনা রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া