adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্দা উঠলো এশিয়ান গেমসের

উদ্বোধনী অনুষ্ঠানের চিত্রস্পোর্টস ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান হলো। দক্ষিণ কোরিয়ার ইনচনের মেইন স্টেডিয়ামে দুই ঘণ্টার জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ১৭তম এশিয়ান গেমসের পর্দা উঠলো।
অনুষ্ঠানের বড় চমক ছিল গ্যাংনাম স্টাইলখ্যাত গায়ক ও ডান্সার সাই। নিজের গান গাইলেন। সঙ্গে নাচলেনও। উপস্থিত দর্শকরা পেয়েছেন বিনোদন! উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।
এবারের বর্ণাঢ্য এশিয়ান গেমসের উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়ার ইনচনের সিটি মেয়র ইং জিওং বাক। স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট থমাস বাখা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন শুটার আবদুল্লাহ হেল বাকী।
এ নিয়ে তৃতীয়বারের মতো এশিয়ান গেমসের আয়োজন করছে দক্ষিণ কোরিয়া। ১৯৮৬ সালে সিউলে প্রথম বারের মতো এই গেমসের আয়োজন করে তারা।
 
সেই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে মান রেখেছিল। ঝুলিতে জমা করে ৯৩টি স্বর্ণসহ ২২৪টি পদক। আর পদক তালিকায় তাদের অবস্থান দ্বিতীয়।
এরপর ২০০২ সালের বুশান শহরে দ্বিতীয়বার এশিয়ান গেমসের আয়োজকের ভূমিকা পালন করে কোরিয়া। যথারীতি  পদক তালিকায় অবস্থান দ্বিতীয়!
তাই ক্রীড়াবোদ্ধরা প্রশ্ন তুলেছেন, এবারও (২০১৪ সাল) কি কোরিয়ানরা দ্বিতীয় অবস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে চাইবে। এটি হলেও বা কম কিসে? এর চেয়ে নিচের সারিতে চলে গেলে বরং তাদের মান ক্ষুণœ হবে। এবারের এই টুর্নামেন্টে ১.৬২ বিলিয়ন ডলার খরচ করবে দক্ষিণ কোরিয়া।
প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে বৈরি সম্পর্ক দূর করার জন্য এবারের এশিয়ান গেমসের মাসকট তৈরি করা হয়েছে। তিন রংয়ের মাসকটের নাম বারামে, ভিচুওন ও চুমোরো। এর রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ। মাসকটের প্রথমটির অর্থ হচ্ছে শক্তিশালী বাসাত। দ্বিতীয়টি নাচ। আর তৃতীয়টির অর্থ শান্তি।
উল্লেখ্য, এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছে এশিয়ার ৪৫টি দেশ।  ৩৬ টি ডিসিপ্লিনে ৪৩৯ টি ইভেন্টে হবে পদকের জন্য লড়বেন ৯ হাজার ক্রীড়াবিদ। বাংলাদেশ অংশ নিচ্ছে ১৩টি ডিসিপ্লিনে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া