adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইকোনমিস্টের আশঙ্কা – জেলে যেতে পারেন খালেদা জিয়া

economist 1_52114নিজস্ব প্রতিবেদক: জেলে যেতে পারেন বাংলাদেশের দ্বিতীয় ক্ষমতাধর নারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বের প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’। প্রতিবেদনটি তাদের প্রিন্ট ভার্সনেও প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি নিজের মামলায় একজন বিচারক নিয়োগের বিরুদ্ধে আপিল করেছিলেন।
ইকোনমিস্ট জানায়, আদালতের রুলে এটি পরিষ্কার হয়ে গেছে যে, খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন হতেই হবে। আর এ মামলায় জেলে যেতে পারেন বাংলাদেশের দ্বিতীয় ক্ষমতাধর এ নারী।
প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক অনেক বিষয় উঠে এসেছে বিশেষ করে দেলাওয়ার হোসাসইন সাঈদীর রায়, বিচারপতিদের অভিশংসন আইনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশের সকল ক্ষমতা এখন শেখ হাসিনার হাতে। বিরোধীদল রাজনীতি থেকে অবসর নিয়েছে। সবই এখন সরকারের খপ্পরে।
ইকোনমিস্ট আরো প্রকাশ করেছে, আদালতের এ আদেশ দেশের সবচেয়ে শক্তিশালী নারীর (শেখ হাসিনা) আধিপত্যকে আরো শক্তিশালী করেছে।
শেখ হাসিনা একটি অভিনব নির্বাচনে জেতার আট মাস পর এমনটা হলো। যে নির্বাচন খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি বর্জন করেছিল।
শুরু থেকেই শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখেন এবং তার নির্বাচনী জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে রাখে। বিরোধীদল না থাকায় শেখ হাসিনার আওয়ামী লীগের জন্য নির্বাচনে জেতা সহজ হয়ে যায়। দ্য ইকোনমিস্ট

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া