adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে আজ গণভোট

dwyyup44 {focus_keyword} স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে আজ গণভোট dwyyup44আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই শুরু হতে যাচ্ছে স্কটল্যান্ডে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক গণভোট। আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে শুরু হতে যাচ্ছে ওই ভোট। এর মাধ্যমে নির্ধারিত হবে স্কটিশরা যুক্তরাজ্যের সঙ্গে থাকবে, না পৃথক জাতি হিসেবে পৃথিবীর বুকে আবির্ভুত হবে।
স্কটিশরা স্বাধীন হতে চায় কিনা তা স্থির হবে ‘হ্যা’ এবং ‘না’ ভেটের মাধ্যমে। এই নির্বাচনে সব মিলিয়ে ভোটার সংখ্যা হচ্ছে ৪২ লাখ ৪৫ হাজার ৩২৩ জন। তারা দেশের দুই হাজারের বেশি ভোট কেন্দ্রে নিজেদের ভোট দেবেন। আজ স্থানীয় সময় সকাল সাতটা (বাংলাদেশ সময় বেলা ১২টা) থেকে ভোট শুরু হবে বলে  জানিয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার সকালে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।স্কটল্যান্ডের ৩২ অঞ্চলের কর্তৃপক্ষ ভোট গণনার দায়িত্ব পালন করবে।
নির্বাচনের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ প্রধান তিন দলের নেতা স্বাধীন না হওয়ার জন্য স্কটদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তারা স্কটল্যান্ডকে অধিকতর স্বায়ত্ত্বশান দেয়াসহ বেশ কিছু প্রতিশ্র“তি দিয়েছিলেন। তারপরও স্কটল্যান্ডে ‘হ্যা’ এর পক্ষেই বেশি প্রচারণা চোখে পড়েছে। এডিনবারা প্রধানত লেবার পার্টির আস্তানা, তারপরও ‘বেটার টুগেদার’ অর্থাত ব্রিটেনের সাথে থাকার পক্ষের লোকজন চোখে পড়েনি বললেই চলে।
স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে আজ গণভোট মাত্র একটি জনমত জরিপ ছাড়া, এখন পর্যন্ত সবকটি জনমত জরিপে ‘না’ এগিয়ে। বুধবার সকালেএখানকার শীর্ষ দৈনিক ‘দ্যস্কটসম্যানে’ যে জনমত জরিপ বেরিয়েছে তাতেও দেখা যাচ্ছে ‘হ্যাঁ’-র পক্ষে ৪৮শতাংশ, ‘ না’ পেয়েছে ৫২ শতাংশ ভোট ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া