adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমান বাহিনীতে লোক নিয়োগের নামে প্রতারণা

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ বিমান বাহিনীতে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন প্রতারকচক্র প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে এই সতর্ক করা হয়।  বিজ্ঞপ্তিতে বিমান বাহিনীতে নিয়োগের ব্যাপারে কোথাও কোনো প্রতারণার সম্মূখীন বা প্রতারিত হবার উপক্রম হলে বা এ ধরনের তথ্য পেলে নিকটস্থ থানায় বা বিমান বাহিনী সদর দপ্তরের রিক্রুটমেন্ট পরিদপ্তরে (মোবাইল- ০১৭৬৯৯৯৩১৬২) জানানোর জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। আইএসপিআর জানায়, গত ১১ সেপ্টেম্বর বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ চলাকালীন মো. মহিদুল ইসলাম নামে একজন প্রতারক টাকার বিনিময়ে মো. কাজল মিয়া নামে এক প্রার্থীর হয়ে পরীক্ষায় জালিয়াতি করার সময় বিমান বাহিনীর হাতে ধরা পড়ে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।  ‘বিমান বাহিনী কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে এ ধরনের প্রতারকচক্রের অনেককে ধরে থানায় হস্তান্তর করে।’ প্রতারকচক্র ভূয়া প্রশ্নপত্র, ভূয়া রেজাল্টের আশ্বাস, ভূয়া মেডিক্যাল সার্টিফিকেট, ভূয়া পুলিশ ভেরিফিকেশন এবং পরীক্ষা জালিয়াতির মাধ্যমে বিমান বাহিনীতে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে, যোগ করা হয় আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমান বাহিনীতে টাকার বিনিময়ে অথবা কোনো ধরনের তদবিরের মাধ্যমে চাকরিপ্রাপ্তির কোনো সুযোগ নেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া