adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিকে উচ্ছেদ অন্যদিকে দখল- জড়িত রেল কর্মকর্তারা

1339593659-living-on-the-lines-of-a-railway_1273347বিপ্লব বিশ্বাস : একদিকে উচ্ছেদ আরেকদিকে দখল হয়ে যাচ্ছে রেলের জমি। রেলওয়ে কর্তৃপক্ষ রেলের উভয় পাশে গড়ে ওঠা কাঁচাবাজার ও অবৈধ বস্তি উচ্ছেদে মাঠে নামলেও সাফল্য শূন্য। রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জন নিহত হলে রেললাইনের দুধারে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ অভিযানে মগবাজার ও মালিবাগ এলাকায় প্রায় ৪ হাজার দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কিন্তু উচ্ছেদ অভিযান শেষ হতে না হতেই পুনরায় রেলের দুই পাশের ফাঁকা জমি দখল হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই দখল অভিযান চালিয়ে যাচ্ছেন। আর এই দখল বাণিজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ যোগাচ্ছে পুলিশ ও রেলবিভাগের এক শ্রেণির অসাধু কর্মচারী-কর্মকর্তা। সরেজমিনে রাজধানীর বিভিন্ন স্পট ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। তবে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যেকোনো মূল্যে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হবে। অবৈধ স্থাপনা যাতে পুনরায় গড়ে উঠতে না পারে সে বিষয়টিও নজরদারি করা হবে।
পুরান ঢাকার জুরাইন এলাকায় গিয়ে দেখা গেছে, রেললাইনের উভয় পাশে প্রায় পাঁচ হাজার অস্থায়ী কাঁচামালের দোকান গড়ে তোলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব দোকান স্থায়ীই ছিল। গত শনিবার পুলিশ ও রেলওয়ের লোকজন এসে এসব দোকান ভেঙে দিয়েছে। ফলে সবাই এখন অ¯’ায়ী দোকানদার। রেল আসার আগে সবাই যে যার মত করে টুকরিতে থরে থরে সবজি সাজিয়ে বসে। ট্রেনের হুইসেল পাওয়া মাত্র নিমেষে রেললাইন থেকে সটকে পড়ে। দৌড়-ঝাঁপ শুরু হয়ে যায়। এভাবে প্রতিদিন জুরাইন রেলক্রসিং পার হয়ে যায় যাত্রীবাহী ট্রেন। তাড়াহুড়া করতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এভাবেই আহত ও নিহতের সংখ্যা বাড়ে।
স্থানীয় ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, গত শনিবার পুলিশ ও রেলবিভাগের কর্মচারী-কর্মকর্তারা এসে রেললাইনের উভয় পাশের প্রায় পাঁচ হাজার কাঁচাবাজার উচ্ছেদ করে। পরেরদিন রোববার স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা এসে রেললাইনের পাশে পুনরায় দোকান বসাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, আপাতত অ¯’ায়ী ভিত্তিতে দোকান বসান পরে পরিস্থিতি শান্ত হলে স্থায়ীভাবে দোকানপাট গড়ে দেওয়া যাবে। স্থানীয় পুলিশও এতে সায় দেয়।
আলমগীর হোসেন নামে আরেক ব্যবসায়ী বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা, পুলিশ ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন টাকা-পয়সা দিতে হয়। প্রতিদিন নেতাদের দিতে হয় ৩শ টাকা, পুলিশ নেয় দোকান প্রতি ২শ আর রেলওয়ের কর্তাব্যক্তিরাও ২শ টাকা করে বখরা আদায় করে থাকে। ইতিপূর্বে দোকান প্রতি ১২শ টাকা করে আদায় করা হতো। দোকান ভেঙে দেওয়ায় বর্তমানে ৭শ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী। এভাবে প্রতিদিন ৫ হাজার দোকান থেকে কয়েক লাখ টাকা আদায় করা হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী। চাঁদা না দিলে এদের নানাভাবে হয়রানি করা হয়।
এদিকে, কারওয়ানবাজার মাছের আড়তের পাশ ঘেঁষে রেললাইনের দুপাশে যেসব অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করা হয় ওই সব স্থানে পুনরায় আবার দখল হয়ে গেছে। গতকাল সরেজমিনে কারওয়ানবাজার থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত দেখা যায় দুপাশে আবার গড়ে উঠেছে অবৈধস্থপনা। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও সেচ্ছসেবক লীগের নেতাদের ছত্রছায়ায় এ সব অবৈধ্য স্থাপনা গড়ে উঠেছে বলে এলাকাবাসী জানান। প্রতিদিন এসব দোকান থেকে কয়েকলাখ টাকা চাঁদা নেয় তারা। টাকার ভাগ রেলওয়ে ও পুলিশসহ অনেকেই পেয়ে থাকেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া