adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অতীত ভুলে গেছেন চিত্রনায়ক শাকিব খান

আজিজ রেজার বাসায় চিত্রনায়ক শাকিব খানবিনোদন প্রতিবেদক : প্রায় এক দশক ধরে ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। গ্ল্যামার আর অভিনয়-নৈপুণ্যে হয়ে উঠেছেন ঢালিউড কিং। বেশ কয়েক বছর ধরেই ঢাকাই চলচ্চিত্রের এক নম্বর নায়কের তকমাটা দখলে রেখেছেন তিনি। 
এবার সেই শাকিব খানের বিরুদ্ধেই অভিযোগ উঠল, তিনি নাকি ‘অকৃতজ্ঞ’। তারকাখ্যাতি পাওয়ার পর অতীত ভুলে গেছেন শাকিব। যাদের হাত ধরে একদিন শুরু হয়েছিল চলচ্চিত্র ক্যারিয়ার, তাদেরই ভুলে গেছেন তিনি। 
নৃত্যশিল্পী আজিজ রেজার হাত ধরে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন শাকিব। এমনটাই দাবি করেছেন আজিজ রেজা। সম্প্রতি ফেসবুকে শাকিবকে ‘অকৃতজ্ঞ’ এবং ‘অহংকারী’ বলে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি।  
স্ট্যাটাসে আজিজ রেজা লিখেছেন, ‘কেন মানুষ মানুষের উপকারের কথা স্বীকার করে না? কীসের অহংকার? সে কি জানে না নবাবের নবাবি শেষ হয়ে গেছে। ব্রিটিশের রাজত্ব শেষ হয়ে গেছে। তার আর কত টাকা আছে যে অমর হয়ে থাকবে।’ ফেসবুকে লেখা আজিজ রেজার সেই স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে দেওয়া হলো :

k no manus atiter kotha vul a jai ? k no manus manuser opokarer kotha siker kor a na ?kiser ohongkar a ? se ki janena nobaber nobabi ses hoye ges a,,,,,,,,,, ,britiser rajotto ses hoye ges a ,bayal rajer rajotto ses hoye ges a ,,,,,,ter r koto hajer kuti taka as a j se omor hoye thakbe ,tobu o doa take jen allah valo rakhe

আজিজ রেজা দাবি করেন, তার হাত ধরেই ঢালিউডে পা দিয়েছেন শাকিব। আজকের শাকিবের পেছনের সব অবদান তার। কিন্তু শাকিব এখন আর তার সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। স্ট্যাটসের পাশাপাশি শাকিব খান ও তার বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবিও ফেসবুকে আপলোড করেন রেজা।
 

ছবির ক্যাপশন দিয়েছেন ‘আমি আজিজ রেজা ও আমার প্রিয় ছোট ভাই রানা হারিয়ে গেছে। যদি কোনোদিন পাই আপনাদের জানাব।’
পরিবারের অন্যদের সঙ্গে শাকিব খানের ছবিতে রেজা ক্যাপশন দিয়েছেন, ‘এমনি করে ফুলের মতো গাঁথা ছিল আমাদের সংসার। আমার দুই ছেলে, ছোট বোন টুকু, ভাতিজা কাশ্মীর, আমার ছোট রানা এবং বাবা। কখন যে একজন হারিয়ে গেল ছোট ভাইটি, বুঝতে পারলাম না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া