adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমান পলাতক আসামির তালিকায়

image-4_148445ডেস্ক রিপোর্ট: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পলাতক আসামির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ১৯ আসামিকে পলাতক দেখানো হয়েছে।
মঙ্গলবার সংসদের তৃতীয় অধিবেশনে ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট যে ভয়াবহ গ্রেনেড হামলা হয় তার পরিপ্রেক্ষিতে যে মামলা দায়ের করা হয় তা বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। ওই মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৪৯১ জন। মোট আসামির সংখ্যা হত্যা মামলায় ৫২ জন এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৪১ জন।
পলাতক আসামির তালিকায় আরো রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, মাওলানা মো. তাজউদ্দিন, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, সাবেক ডিজিএফআই কর্মকর্তা লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দ্দার ও মেজর জেনারেল এ টি এম আমিনের নাম রয়েছে।
জামিনপ্রাপ্ত আসামির তালিকায় খালেদা জিয়ার বোনের ছেলে ও তার এপিএস লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, পুলিশের সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, খোদা বক্স চৌধুরী ও শহিদুল হকসহ মোট আটজনের নাম রয়েছে।
হাজতি ২৫ আসামির তালিকায় মুফতি হান্নান মুন্সী, সাবেক উপমন্ত্রী মো. আবদুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুতফুজ্জামান বাবর, সাবেক মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া