adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জীবনে যা দেখেননি সচিব

download (5)রাশিদ রিয়াজ : সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) মূল্যায়ন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রশংসায় গদগদ হয়ে ওঠেন স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা। সিলেটে ইপিআই কর্মসূচির মূল্যায়ন নিয়েও তিনি গোলমেলে তথ্য উপস্থাপন করেন।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইপিআই কর্মসূচির মূল্যায়ন নিয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা বলেন, ‘গত সপ্তাহে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠক নিয়ে ব্যস্ত ছিলাম। স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা ওই অনুষ্ঠানে অংশ নিই। এত সুন্দর অনুষ্ঠান আমি আমার জীবনে দেখিনি। অনুষ্ঠান নয়টায় শুরু হয়ে শেষ হতো সন্ধ্যা ছয়টা বা সাতটায়। স্বাস্থ্যমন্ত্রী চারটি অধিবেশনে সভাপতিত্ব করেছেন। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অনবদ্য। আসুন, আমরা সবাই মিলে তাঁকে হাততালি দিই।’ বক্তব্যের বেশির ভাগ সময় নিয়াজ উদ্দিন মন্ত্রীর প্রশংসা করেন। এ সময় মন্ত্রী মঞ্চে উপস্থিত ছিলেন।
মন্ত্রীর পরে প্রতিমন্ত্রী জাহিদ মালেককেও ধন্যবাদ জানান স্বাস্থ্য সচিব। অনুষ্ঠানে উপস্থিতির জন্য ধন্যবাদ দিয়ে তাঁর উদ্দেশেও জোরে হাততালি দেওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে স্বাস্থ্যসচিব বলেন, সিলেটে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং ইপিআরের হার বাড়ানোর ক্ষেত্রে সিলেট সবচেয়ে পিছিয়ে আছে।
সচিবের এই বক্তব্যের কিছুক্ষণ আগেই ইপিআইয়ের আওতায় আসা শিশুর সংখ্যা অনেক বাড়ায় সিলেটকে পুরস্কৃত করা হয়। বলা হয় ঠিক দুবছর আগে সিলেট সিটি করপোরেশনে ইপিআই আওতায় এসেছিল ৬২.৪ শতাংশ শিশু। সেটি ৮৫.২ শতাংশে পৌঁছেছে। একই অনুষ্ঠানে জানানো হয়, ২০১৩ সালে জাতীয় পর্যায়ে ইপিআইয়ের আওতায় আসা শিশুর হার ৮০.৭ শতাংশ। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে রাজশাহী আর সবচেয়ে পিছিয়ে আছে বরিশাল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া