adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বক্ষ উন্মুক্ত করে লক্ষাধিক ডলার!

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পর্নোস্টাররা একটি দাতব্য সংস্থার প্রচারে অংশ নিয়ে অভিনব পন্থায় তহবিল সংগ্রহ করেছেন। এইডস প্রতিরোধের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রচার কাজের মাধ্যমে সংস্থাটি লক্ষাধিক ডলার সংগ্রহ করেছে।   
টোকিওতে এ প্রচার কাজে হলদে রঙের টি-শার্ট পরে অংশ নিয়েছেন দেশটির ১০ পর্নোস্টার। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা বক্ষ উন্মুক্ত করে রাখেন। 
সম্প্রতি অনুষ্ঠিত এই প্রচারকর্ম সবার জন্য উন্মুক্ত রাখা হয়। প্রাপ্তবয়স্কদের একটি টেলিভিশন চ্যানেল তা সরাসরি সম্প্রচার করে। যারা সেখানে ডোনেশন করেছেন, তারা ওই সব পর্নোস্টারদের বুক স্পর্শ করার সুযোগ পান। এই সুযোগকে কাজে লাগান ২ হাজার ৩০০ জন দাতা।
এই ক্যাম্পেনে অংশ নেওয়া ২১ বছরের পর্নোস্টার ইকু সাকুরাগি বলেন, শতাধিক জোড়া হাতের স্পর্শে তিনি মোটেই বিচলিত নন। এটা একটি প্রচার। এর মাধ্যমে অর্জিত অর্থ এইডস প্রতিরোধে ব্যবহৃত হবে, এতেই তিনি খুশি।   

এই প্রচারের আয়োজন করেছে বব এইড নামের একটি সংস্থা, যেটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। 
বিশ্বে লাখ লাখ মানুষ এইডসের সঙ্গে পাঞ্জা লড়ছে, যার মধ্যে অন্তত ২ দশমিক ১ মিলিয়ন কিশোর-কিশোরী। এই প্রচার থেকে অর্জিত অর্থ এইচআইভি/এইডস নিয়ে সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধে ব্যয় করা হবে। 
তথ্যসূত্র : বিজিনেস ইনসাইডার, দি ইনডিপেনডেন্ট। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া