adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেপুটি হাইকমিশনারকে ডাকেননি মমতা

শাহরিয়ার আলম {focus_keyword} ডেপুটি হাইকমিশনারকে ডাকেননি মমতা  r37নিজস্ব প্রতিবেদক : কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলামকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ডেকে পাঠানোর খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেছেন, ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠানো যে খবর ভারতীয় পত্রিকা দ্য হিন্দু দিয়েছে তা সত্য নয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ অসত্য। তবে আগামী সোমবার চিফ মিনিস্টারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
শনিবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে এনআরবি ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৪ এর সমাপণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান শাহরিয়ার।
এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলামকে ডেকে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে তৃণমূলের এক রাজ্যসভা সদস্য ভারতবিরোধী হিসেবে পরিচিত বাংলাদেশের ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামীকে অর্থ সরবরাহ করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে মমতা তাকে ডেকে পাঠিয়েছেন।
৫ জানুয়ারির নির্বাচনের আগে ভারতের সারদা গ্র“পের কাছ থেকে জামায়াতকে টাকা দেয়া হয়েছিল নির্বাচন বানচাল করতে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য- ভারতীয় দৈনিক আনন্দবাজারে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রিপোর্টটা আমরা দেখেছি। আপনারা জানেন দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানে যথেষ্ট ততপরতা চলছে। দুদেশের স্বাধীনতার ক্ষতি হয় এমন কোনো কাজ বাংলাদেশ সরকার এবং ভারত সরকার কেউই করতে দেবে না। এ বিষয়ে তদন্ত চলছে। দুই দেশই বিষয়টি নিয়ে কাজ করছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া