adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ সবার মনে পড়বে মুকুটহীন সম্রাটের কথা

আনোয়ার হোসেনবিনোদন রিপোর্ট : অগ্রজদেরকে কত দ্রুত ভুলে যায় এই চলচ্চিত্র অঙ্গন! আনোয়ার হোসেনকেও মনে রেখেছেন এমন মানুসের সংখ্যা হাতেগোনা। জীবনের ৫২টি বছর যে ক্ষেত্রে তিনি কাটিয়ে গেলেন সুখে-দুঃখে-স্বপ্নে-সাফল্যে; তার কতটুকু স্বীকৃতি পেলেন তিনি? অথচ সময় তো খুব বেশি গড়ায়নি। এক বছর, মাত্র একটা বছরও মনে রাখার মতো অবদান ছিলো না তার? আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো আয়োজন নেই। এই এক বছরে তার অনুপস্থিতিতে আনোয়ার হোসেনের পরিবারের পাশে কেউ কি দাঁড়িয়েছেন? অন্তত মৃত্যুদিনে একটু সান্ত্বনার ছায়াও কি পাওয়ার যোগ্যতা রাখে না তার পরিবার?
প্রশ্ন অনেক। অভিমানও। যদি বলা হয় ক্ষোভ, খুব বেশি অযৌক্তিক হবে না। ১৩ সেপ্টেম্বর দেশীয় চলচ্চিত্রের হারানোর দিন। গত বছর এই দিনে পৃথিবী ছেড়েছিলেন বাংলা চলচ্চিত্রের ‘মুকুটহীন সম্রাট’, শ্রদ্ধায় অবনত হয়ে ‘নবাব সিরাজউদ্দৌলা’ও ডাকা হয় যাকে। দীর্ঘ অভিনয় জীবনের সহকর্মী কিংবা অনুজরা কেউ এগিয়ে না আসুক, কেউ মনে না রাখুক; পরিবারে তো আনোয়ার হোসেন কারো পিতা, স্বামী, হৃদয়ের কাছের জন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল, গরীব এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে রাজধানীর ক্রিসেন্ট রোড মসজিদে। ছেলেরা দেশের বাইরে আছেন, এই দুঃখের দিনে নাসিমা আনোয়ারের [আনোয়ার হোসেনের সহধর্মিনী] পাশে থাকতে পারছেন না কেউ। একমাত্র মেয়ে হানাসান থাকবেন মায়ের পাশেই।
আনোয়ার হোসেনের জন্ম ১৯৩১-এ, জামালপুর জেলার সরুলিয়া গ্রামে। ছোটবেলা থেকে অভিনয়ের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। প্রথম অভিনয় স্কুলজীবনে, আসকার ইবনে সাইকের ‘পদক্ষেপ’ নাটকে। ঢাকায় আসেন ১৯৫৭ সালে। 
পরের বছরই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন আনোয়ার হোসেন।  মহিউদ্দিনের ‘তোমার আমার’ ছবিতে খলচরিত্রের মধ্য দিয়ে শুরু হলো তার রূপালী যাত্রা।  এরপর সময় গড়িয়েছে, আনোয়ার হোসেন একে এক উপহার দিয়ে গেছেন অসংখ্য জনপ্রিয় ছবি। ২০০৭-এর মাঝামাঝি পর্যন্ত তার অভিনীত ছবির সংখ্যা দাঁড়ালো ৫০০’র বেশি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অনেকবারই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদকও জিতে নিয়েছেন অভিনয়ের এই মহান পুরুষ।
এভাবেই বছর চলে যাবে। একদিন কেউ কেউ তাকে ভুলে যাবে হয়তো। কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি রয়ে যাবেন। মাথা উঁচু করে, ‘মুকুটহীন সম্রাট’ হিসেবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া