adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় এক লাখ টন চাল রপ্তানি করবে বাংলাদেশ

images (3)নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিবিসিকে জানিয়েছেন চলতি বছর শ্রীলঙ্কায় ৫০ হাজার থেকে ১ লাখ টন চাল রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্যের সন্তোষজনক মজুদ থাকার কারণে চাল রপ্তানির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অন্য দিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও চাল রপ্তানি করার পর্যায়ে এখনও পৌঁছাতে পারেনি।
বাণিজ্যমন্ত্রী এসম্পর্কে আরো বলেন, চালে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা আমাদের খাদ্য নিরাপত্তা বজায় রেখে ৫০ হাজার থেকে ১ লক্ষ টন চাল রপ্তানি করতে পারি। বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণ চাল উৎপাদন হয়েছে। তাই এখন আমরা ই”ছা করলে চাল রপ্তানি করতে পারি।
সম্প্রতি শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে ১ লাখ টন চাল কেনার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে প্রতি বছর সীমিত পরিমাণে সুগন্ধি চাল রপ্তানি করা হলেও বড় পরিসরে সিদ্ধ বা মোটা চাল রপ্তানি এর আগে হয়নি। শ্রীলঙ্কার প্রস্তাবের পর খাদ্যমন্ত্রণালয় জানিয়েছে সরকারি ভান্ডারে যে পরিমাণ চালের মজুদ রয়েছে তা থেকে চাল রপ্তানি করা যেতে পারে। আর সুগন্ধি চাল ছাড়া অন্য সব চাল আগামী বছরের জুন মাস পর্যন্ত রপ্তানি করা নিষিদ্ধ রয়েছে।
এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সিদ্ধ বা মোটা চাল রপ্তানির ক্ষেত্রে গত বছর যে এসআরও জারি করা হয় তা সংশোধন না করেই মন্ত্রণালয়ের অনাপত্তি পত্র নিয়ে এই রপ্তানি প্রক্রিয়া খাদ্য মন্ত্রণালয় সম্পূর্ণ করতে পারে। যেহেতু তারা মনে করেছেন এই রপ্তানি চালের মজুদের উপর কোনো ধরণের প্রভাব ফেলবে না।
অন্যদিকে কৃষিবিদরা সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন সাম্প্রতি বছর গুলোতে বাংলাদেশে চালের উতপাদন বেশ সন্তোষ জনক এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকলেও রপ্তানি করার মত অবস্থায় এখনও পৌছায়নি।
কৃষি অর্থনীতিবিদ ড.মোহম্মদ কাজী শাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। সরকারি ভাবে যদিও এখন চাল আমদানি করা হয় না। কিন্তু বেসরকারি ভাবে এখনও চাল আমদানি করা হয়। যখন আমাদের দেশে দুর্যোগ হয় তখন আরো বেশি পরিমাণে চাল আমদানি করা হয়। তাই খাদ্যের মজুদ এক বছর থাকলে হবে না। চাল রপ্তানি করার জন্য এর মজুদের পরিমাণ আরো বাড়াতে হবে।
বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় চলতি বছরে কবে নাগাদ চাল রপ্তানি করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট সময় সরকারের কাছ থেকে জানা যায়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া