adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ে অনুষ্ঠানের জন্য সরকারি স্কুল ভাড়া দিলেন যুবলীগ নেতা

স্কুল ঘরের ভেতরে চলছে কাটা বাছার কাজ {focus_keyword} সরকারি স্কুল ভাড়া দিলেন যুবলীগ নেতা marriage01নিজস্ব প্রতিবেদক : সরকারী দল যারা করেন, তারা সবাই কম বেশি ক্ষমতা নিয়ে চলেন। ভালো মন্দের বিচার করেন না তারা। যখন যা মনে চায় সেটাই করতে পারেন। তার একটি জলন্ত উদাহরণ প্রাথমিক বিদ্যালয়ে বিয়ের অনুষ্ঠান। 
অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্রেণী কক্ষের বেঞ্চ জড়ো করে এক কোণে রাখা। বিয়ের কোনো পক্ষই সেখানে উপস্থিত না থাকলেও রান্নার লোকজন পিঁয়াজ-মরিচ ধোয়া-কাটায় ব্যস্ত।
শুক্রবার রাজধানীর সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের দুপুরের দৃশ্য এটি। পরে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ দিন বন্ধ থাকার পর ৩৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়টির সহ-সভাপতি মোখলেসুর রহমান রোমেলের তত্ত্বাবধানে বিদ্যালয়টির নিচতলা বিয়ে অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হয়েছে।
আয়োজনে স্কুল সংলগ্ন ফুটপাতজুড়ে (স্কুলের দেওয়ালের বাইরে) রান্নার ব্যস্ততা দেখা যায়। বিদ্যালয় সংলগ্ন ফুটপাতে তাবু টানিয়ে এবং ইট দিয়ে চুলা বানিয়ে বড় বড় ড্যাগে চলছে রান্না। রান্নার বিভিন্ন উপকরণ ও জ্বালানি কাঠ রাখার ফলে রাস্তায় একেবারে বন্ধ হয়ে গেছে। ফুটপাতের পাশেই পুলিশ নীরব দর্শক।
ফুটপাত দখল করে চলছে রান্নার আয়োজন {focus_keyword} সরকারি স্কুল ভাড়া দিলেন যুবলীগ নেতা marriage02নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু লোকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দেড় বছর আগেও বিদ্যালয়টি এমনভাবে বিয়ের অনুষ্ঠানের কাজে ব্যবহার হয়েছিল। তবে মাঝে কিছু দিন বন্ধ থাকার পর শুক্রবার এই বিয়ের মাধ্যমে আবারো বিদ্যালয়টি বিয়ের কাজে ব্যবহার হচ্ছে। বিদ্যালয়টি ভাড়া দেয়ার বিষয়ে স্কুল কমিটির সহ-সভাপতি ও ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান রোমেল সম্পৃক্ত থাকার বিষয়ে অভিযোগে উঠে আসে।
এ বিষয়ে জানতে চাইলে সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, ‘আমি কিছু জানি না। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। বিদ্যালয়ের সভাপতি ফারুক হোসেনকে বারবার ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিদ্যালয়ের সহ-সভাপতি ও ৩৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান রোমেল বলেন, ‘বেশ আগে স্কুলটি বিয়ের কাজে ভাড়া দেয়া হলেও তা অনেক দিন ধরে বন্ধ ছিল। এর আগেও দুস্থ পরিবারের জন্য এখানে বিয়ের ব্যবস্থা করা হতো। একটি দুস্থ পরিবার খুবভাবে ধরায় এ বিয়ের অনুমতি দিয়েছি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া