adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হ্যান্ডকাপসহ পালালো আসামি

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শকের কাছ থেকে হ্যান্ডকাপসহ এক ফেনসিডিল পাচারকারী পালিয়ে গেছে।   পলাতক সাজেদুল ইসলাম (২৮) রাজশাহীর বাঘা উপজেলার বিনোদপুর গ্রামের ওমর আলীর ছেলে। রাতভর চেষ্টা করেও উক্ত আসামিকে আর গ্রেফতার করা যায়নি।
সলঙ্গা থানার স্থানীয় সাংবাদিক শওকত আলী জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গার সাতটিকরী তালতলা নামক স্থানে চেকপোষ্ট বসানো হয়। একটি সিএনজি অটোরিকশা তল্লাশির সময় ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও সাজেদুলকে আটক করা হয়।
বিকাল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা রিকশাযোগে আটককৃতকে হস্তান্তর করার জন্য সলঙ্গা থানায় নিয়ে আসে।  থানার গেটে পৌঁছার পর হ্যান্ডকাপ পরা অবস্থায় সাজেদুল রিকশা থেকে লাফিয়ে দৌড়ে সলঙ্গা বাজারের লোকালয়ে চলে যায়। চেষ্টা করেও তাকে আর ধরতে পারেনি মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এ সময় ঘটনাস্থলে স্থানীয় সাংবাদিক শাহ আলী জয়সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান, থানায় পৌঁছার আগ মুহূর্তে সাজেদুল দৌড়ে পালিয়ে যায়। হ্যান্ডকাপসহ পালানোর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আসামি পালানোর বিষয় উল্লেখ করে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে। খুব শিগগিরই তাকে ধরা হবে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিরাজগঞ্জ রেঞ্জের তত্ববধায়ক জি.এম আবু হাসান বলেন, হ্যান্ডকাপসহ আসামি পালানোর বিষয়টি তাকে অবগত করা হয়নি। ঘটনাস্থল থেকে আসামি পলায়নের বিষয়ে মামলা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে হ্যান্ডকাপসহ আসামি পালানোর মতো কোনো কিছু হয়ে থাকলে তদন্তে তা বেরিয়ে আসবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া