adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হরতাল বন্ধে আইন : প্রধানমন্ত্রী

imagesনিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, হরতাল কোনো আন্দোলনের হাতিয়ার হতে পারে না। আইন করে হরতাল বন্ধ করা হবে কি না এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। জনগণ চাইলে এবং সব সংসদ সদস্য যদি একমত হন তাহলে আইন করে হরতাল বন্ধ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বুধবার এমএ হান্নানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আইন দিয়ে সব কিছু করা যায় না। হরতাল, আন্দোলনের নামে আমরা বীভতস্য ঘটনা দেখেছি। এক্ষেত্রে আমাদের জনমত সৃষ্টি করতে হবে। তবে আইন করে হরতাল বন্ধ করা হবে কি না এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। জনগণ যদি চায়, সংসদ সদস্যরা যদি একমত হয় তাহলে কোনো সিদ্ধান্ত হতেও পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু হরতাল কোনো আন্দোলন হতে পারে না। জনগণকে এসব আন্দোলনকে প্রত্যাখ্যান করতে হবে।
এর আগে একই প্রশ্নকর্তার এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ মানব উন্নয়নে এক ধাপ এগিয়ে রয়েছে। বর্তমানে ১৮টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।
অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এ সাফলতা অর্জন করায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ সফলতার কৃতিত্ব বাংলাদেশের জনগণের। যা অর্জন হয়েছে তা তাদের কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। তাই সফলতা/ব্যর্থতা মূল্যায়নের কাজটি জনগণের ওপরই ছেড়ে দিয়েছি। বর্তমান সরকারের বিগত মেয়াদে দেশের পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য রূপকল্প-২০২১ ঘোষণা করা হয়। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া