adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিরোজাদি তুমি যেখানেই থাকো, তুমি আমাদের হৃদয়ে থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক রিপোর্ট : কিংবদন্তী নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পেজে শোক প্রকাশ করে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি একটি পোস্ট দেন।
সেখানে তিনি লেখেন, ‘কিংবদন্তী ফিরোজা বেগমের মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। তার চলে যাওয়া সঙ্গীত ও সংস্কৃতির জগতে একটা বড় ধরনের শূন্যতা সৃষ্টি করবে। তার অসাধারণ গানগুলো সত্যিই ভোলা যাবে না।
তিনি আরো লেখেন, ‘তার সঙ্গীত পশ্চিমবাংলা ও বাংলাদেশের মধ্যে বন্ধন গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। সে কারণেই ২০১২ সালে তার হাতে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে সঙ্গীত মহাসম্মান পদক তুলে দেয়া হয়।
ফেসবুক স্ট্যাটাসে মমতা আরো বলেন,  ‘আগামী ২২ সেপ্টেম্বরে আগমনী অনুষ্ঠানে তাকে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ পদক বঙ্গবিভূষণ দেয়ার পরিকল্পনা ছিল। তিনিও এজন্য কোলকাতা আসতে সম্মত হয়েছিলেন। কিন্তু এখন সবকিছুই শেষ হয়ে গেল।

মমতা আরোও লেখেন, ‘১০ দিন আগেও তার সঙ্গে আমার কথা হয়েছিল।  তিনি আমাকে তার পরিবারের সদস্যের মতেই মনে করতেন। সর্বশেষ সাক্ষাতে তিনি আমাকে বলেছিলেন, আর কি দেখা হবে।’
আবেগঘন স্ট্যাটাসটি মমতা শেষ করেছেন এভাবে, ‘ফিরোজাদি, তুমি যেখানেই থাকো তুমি আমাদের হৃদয়ে থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফিরোজা বেগম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া