adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের হার ১০ উইকেটে -মুশফিকের সেঞ্চুরি

 স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারী বাংলাদেশ। ৩০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুশফিকরা ৩১৪ রানে গুটিয়ে যান। ফলে স্বাগতিকরা জয়ের জন্য মাত্র ১৩ রানের লক্ষ্যমাত্রা পায়।
জয়ের জন্য ১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যান ক্যারিবীয়রা। গেইল ৯ ও বার্থওয়েট অপরাজিত ছিলেন ৪ রান নিয়ে।
মঙ্গলবার টেস্টের শেষ দিনে ৫ উইকেটে ২৫৬ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। মুশফিক ৭০ ও নাসির ৭ রান নিয়ে ব্যাট করতে নামেন। দিনের ষষ্ঠ ওভারে নাসির ফিরে গেলে টাইগাররা দিশে হারিয়ে ফেলে। আগের দিনের ৭ রানের সঙ্গে আরো ১২ রান যোগ করে কেমার রোচের বলে গ্যাব্রিয়েলকে কট দিয়ে সাজঘরে ফেরেন নাসির।
এরপর লেজের সারির ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে যোগ দেন। তবে এক প্রান্তে দাঁড়িয়ে একা লড়াই চালিয়ে যান টাইগার দলনায়ক মুশফিকুর রহিম। ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। শেষদিকের চার ব্যাটসম্যান শুভাগত, তাইজুল, আল আমিন ও রুবেল কোনো রান করতে পারেননি।
শেষ ব্যাটসম্যান হিসেবে  মুশফিক ব্যক্তিগত ১১৬ রান করে সাজঘরে ফেরেন। তার ২৪৩ বলের ইনিংসে ১৫টি চারের সঙ্গে একটি ছক্কার মারও রয়েছে।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে মুশফিকের ১১৬ রানের পাশাপাশি মাহমুদুল্লাহ করেন ৬৬ রান। এছাড়া তামিম করেন ৫৩ রান। স্বাগতিকদের পক্ষে কেমার রোচ ৪টি উইকেট লাভ করেন। এছাড়া গ্যাব্রিয়েল ও সুলেমান বেন দুটি করে উইকেট নেন।
ক্রেইগ বার্থওয়েটের ডাবল সেঞ্চুরির (২১২) সুবাদে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে ৪৮৪ রানের পাহাড়  গড়ে। সেই পাহাড়ের নিচে চাপা পড়ে ২৮২ রানে গুটিয়ে যায় মুশফিকরা।
২১২ রানের অনবদ্য ইনিংসের জন্য ক্রেইগ বার্থওয়েট ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া