adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোথামের উল্টো বললেন মরগান

_47138505_morgan_credit {focus_keyword} বোথামের উল্টো বললেন মরগান 47138505 morgan credit e1410082338498স্পোর্টস ডেস্ক : এ যেন নিজ দেশে পরবাসী হওয়ার মতো ব্যাপার। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) একহাত নিয়েছিলেন ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম। বলেছিলেন, আইপিএল ক্রিকেটারদের ক্রিতদাসে পরিণত করেছে। এটা জুয়াড়িদের জন্য আর্দশ জায়গা আইপিএলকে এভাবে চলতে দেওয়া যায় না। এবার বোথামের দেশেরই টি-টোয়েন্টি অধিনায়ক ইয়ন মরগান জানাচ্ছেন একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করতে আইপিএল তাকে প্রচুর সাহায্য করেছে।
একে তো বোথাম ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) রোষাণলে পড়েছেন তারওপর মরগান আইপিএল জয়গান তাকে আরও কোনঠাসা করে ফেলেছে। সোমবার বার্মিংহামে ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির আগে মরগান বললেন, আমার আইপিএল অভিজ্ঞতা দারুণ। টি-টোয়েন্টি এবং ৫০ ওভারের ক্রিকেটে এটা আমাকে আরও দক্ষ করে তুলেছে। আমি চারটি মৌসুম ক্যালিসের সঙ্গে, এক মৌসুম রাহুল দ্রাবিড়, ব্রেন্ডন ম্যাককুলাম এবং ব্রেট লির সঙ্গে কাটিয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। অনেক কিছুই শিখেছি তাদের কাছ থেকে।
তবে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কঠিন সময় পার করছেন মরগান। তাকে শেষ বার ইনিংস কাটাতে হয়েছে ফিফটিহীন। শেষ তিনটি টি-টোয়েন্টি ইনিংসে মরগান সংগ্রহ মাত্র ২৫! এখন দেখাই যাক আইপিএল অভিজ্ঞতা ভারতের বিপক্ষে তার কতটুকু কাজে লাগে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া