adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৪ মেগা চুক্তি নিয়ে বসছেন দুই প্রধানমন্ত্রী

Hasinaনিজস্ব প্রতিবেদক : শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে  জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে চারটি মেগা চুক্তি নিয়ে বৈঠকে বসছেন শেখ হাসিনা। এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশে জাপানী বিনিয়োগের নতুন মাত্রা উšে§াচিত হবে বলে ধারণা করছেন বিশিষ্টজনেরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরে মোট ৪টি মেগা চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশের তৈরি পোশাক খাতের উন্নয়নের জন্য আলাদা জাপানী এক্সপোর্ট প্রোসেসিং জোন প্রতিষ্ঠা করা, দেশের রেল খাতের উন্নয়নে জাপানী সহায়তা বৃদ্ধি, তথ্য-প্রযুক্তি খাতে জাপান সরকারের ঋণ প্রদান এবং দেশের সেতু ও সড়ক যোগাযোগ খাতে অবকাঠামোগত উন্নয়নে জাপান সরকারের অনুদানের বিষয়গুলো রয়েছে।
এছাড়াও বৈঠকে দ্বীপক্ষিয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠক শেষে একটি যৌথ ইশতেহারে স্বাক্ষর করারও কথা রয়েছে তাদের। এছাড়া জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আসা তোশিবা, মিতসুবিশিসহ জাপানের বড় কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন বলেও জানা গেছে। এদিকে আজ শনিবার দুপুরে ১২টা ৫৫ মিনিটে জাপান এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। এরপর স্বশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা গওহর রিজভী ও তিন বাহিনীর প্রধানসহ জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া