adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একে খন্দকার এখন তারেক পর্যায়ে চলে গেছেন : মেনন

39968_menonডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা নিয়ে মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক একে খন্দকার মিথ্যা বক্তব্য দিয়ে তারেক রহমানের পর্যায়ে চলে গেছেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ও ওয়ার্কার্সা পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
আজ গাজীপুরে ওয়ার্কার্স পার্টির জেলা কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, ইতিহাসের কথা বলতে গেলে বস্তুনিষ্ট হতে হবে। আর এ ধরনের প্রসঙ্গে আরও বেশি জরুরি। একে খন্দকার নিজ কানে না শুনে অপরের কথা বলেছেন। সেটা কতখানি তথ্যভিত্তিক ছিলÑ লেখার আগে সেটা যাচাই করে নেয়া উচিত ছিল। তবে এতে মানুষ বিভ্রান্ত হবে না। কারণ ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের প্রতিটি কথায় বাংলাদেশের স্বাধীনতার আহ্বান স্পষ্ট ছিল।
মেনন বলেন, সামরিক নেতৃত্ব নয়, রাজনৈতিক নেতৃত্বই মুক্তিযুদ্ধ সংগঠনে মূল ভূমিকা পালন করেছে। এই সত্য বিস্মৃত হলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়। এটা সৌভাগ্যের যে মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারীরা আজও বেঁচে আছেন। তাই তারেক রহমানরা যতই চিৎকার করুক না কেন কোন কাজ হবে না। সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জেলা সাধারণ সম্পাদক মীর দেলোয়ার হোসেন ও ¯’ানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া