adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কুকুরের সঙ্গে এক তরুণীর বিয়ে (ভিডিও)

1409742704793_wps_49_JHARKHAND_INDIA_AUGUST_30আন্তর্জাতিক ডেস্ক : ১৮ বছরের এক ভারতীয় তরুণীর সাথে এক কুকুরের আনুষ্ঠানিক বিয়ে হয়েছে। ঝারখণ্ড রাজ্যের প্রত্যন্ত গ্রামের মাংলি মুন্ডার সাথে শিকারী কুকুর শেরøর বিয়ের আয়োজন করেন গ্রামের প্রবীণ গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় এক গুরু মাংলির মা-বাবাকে এই মর্মে বিশ্বাস করান যে, ওই তরুণী কোন পুরুষকে বিয়ে করলে তাদের পরিবার ও গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে।
কুকুরটিকে একটি গাড়িতে করে বিয়ে অনুষ্ঠানে আনা হয় এবং কুকুরটিকে স্বাগত জানায় সবাই। মাংলি কখনও স্কুলে যাননি। তিনি বলেছেন, আমি একটি কুকুরকে বিয়ে করে খুশী নই। কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে এবং বলা হয়েছে, এতে আমার ভাগ্যের পরিবর্তন হবে।
অস্বস্তিতে থাকা মাংলি বলেন, গ্রামের মানুষ বলেছেন, কুকুরের মাধ্যমে আমার জীবনের সব অভিশাপ দূর হবে। এর পর আমি একজন পুরুষকে বিয়ে করব এবং তার সাথে দীর্ঘ জীবন কাটাবো। মাংলির বাবা অমুন্ড মেয়ের কথার সাথে একমত।
1409743527186_wps_54_JHARKHAND_INDIA_AUGUST_301409743120433_wps_51_JHARKHAND_INDIA_AUGUST_30এটাই কোন নারীর সাথে কুকুরের প্রথম বিয়ে নয়। এই গ্রামে এবং আশপাশের গ্রামে এমন বিয়ে আগেও হয়েছে। এদের বিশ্বাস কুকুরের সাথে নারীর বিয়ে হলে সব অভিশাপ বিদায় নেয়। গ্রামের রীতি অনুযায়ী মাংলির স্বাভাবিক জীবন ব্যাহত হবে না। তিনি কুকুরটির সাথে বিবাহ বিচ্ছেদ না হলেও কোন পুরুষকে বিয়ে করতে পারবেন।
মাংলি বলেন, গ্রামের মানুষ আমাকে বুঝিয়েছেন এর আগেও অনেকে কুকুরকে বিয়ে করে তাদের জীবনের অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন এবং এখন সুখী জীবন যাপন করছেন। আমিও আমার অভিশাপ থেকে মুক্তি পেলে আমার স্বপ্নের পুরুষকে বিয়ে করতে পারবো। বিয়ে অনুষ্ঠানে প্রায় ৭০ জন অতিথি ছিলেন এবং তারা নেচে গেয়ে আনন্দ করেছেন।
1409743171949_wps_53_JHARKHAND_INDIA_AUGUST_30মাংলির মা সীমস দেবী বলেন, বর কুকুর হলেও আমরা বিয়ের সব রীতি অনুসরণ করেছি এবং কুকুরকে পুরো বরের সম্মান দেয়া হয়েছে। বিয়ে অনুষ্ঠানের যাবতীয় ব্যয়ও করা হয়েছে। মাংলিকে এখন কুকুরটির পরিচর্যা করতে হবে। মাংলি বলেন, আমি একদিন এক পুরুষকে বিয়ে করব। সব নারীরই স্বপ্ন থাকে রাজকুমারতুল্য এক পুরুষকে বিয়ে করার। আমিও আমার স্বপ্নের রাজপুত্রের অপেক্ষায় রয়েছি। ডেইলি মেল

https://www.youtube.com/watch?v=Edlg2lIG44s

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া