adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খাদ্য ভেজালে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনানিজস্ব প্রতিবেদক : খাদ্যপণ্যে ভেজালে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে ফরমালিনসহ সব ক্ষতিকর রাসয়নিক বিষয়ে বিশেষ নজরের নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন একটি চিঠি মঙ্গলবার ঢাকার দুই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে পৌঁছেছে।
ডিসিসি দক্ষিণের এক স্বাস্থ্য কর্মকর্তা নাম প্রকাশ না করার স্বার্থে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে ভেজাল প্রতিরোধে কঠোরতা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ফরমালিনসহ খাদ্যে ক্ষতিকর বস্তুর উপস্থিতি সম্পর্কে জিরো টলারেন্স দেখানোর কথা বলা হয়েছে।
তিনি জানান, চিঠিতে ফরমালিন বিষয়ে বলা হয়েছে- কোন খাদ্যপণ্যে ফরমালিনের উপস্থিতি টের পেলেই উতপাদক পর্যায়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সহনীয় অসহনীয় মাত্রার কোন বিষয়ে ছাড় না দিতেও বলা হয়েছে। তিনি বলেন, এ চিঠি পাওয়ার পর ডিসিসির স্বাস্থ্য বিভাগ করণীয় নির্ধারণের জন্য কৌশল উদ্ভাবনের কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনের প্রস্তুতিও শুরু করেছে তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া