adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজা দখলের হুমকি দিলেন যুদ্ধবাজ ইসরায়েল প্রধানমন্ত্রী

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে নিরস্ত্র করার দাবি নিতান্তই অনর্থক ও বাগাড়ম্বর বলে প্রতিরোধ আন্দোলনটি উড়িয়ে দেয়ার পর এ হুমকি দিয়েছেন তিনি।
গাজার ওপর ইসরাইলের ৫০ দিনব্যাপী বর্বর আগ্রাসনের অবসান ও মিশরের রাজধানী কায়রোয় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি সইয়ের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নেতানিয়াহু গাজা দখলের হুমকি দিলেন।
গাজায় গণহত্যার চালানোর পক্ষে সাফাই গেয়ে যুদ্ধবাজ নেতানিয়াহু বলেন, হামাসকে উতখাত করা এখনো ইসরাইলের এজেন্ডার শীর্ষে রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের ঠিক করতে হবে- তারা তেল আবিবের সঙ্গে শান্তি না হামাসকে বেছে নেবে।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে নেতানয়িাহু বলেন, আঞ্চলিক কতকগুলো ইস্যুর জন্য তারা এ চুক্তি করেছেন। তিনি দাবি করেন, ইসরাইলের দোর গোড়ায় আইএসআইএল, গোলান মালভূমিতে আল-কায়েদা এবং লেবানন সীমান্তে রয়েছে হিজবুল্লাহ। এ  অবস্থায় এসব ইস্যুর দিকে বেশি মনযোগ দিতে হচ্ছে। নেতানিয়াহু বলেন,  আমরা ৫০ দিন যুদ্ধ করেছি, আরো ৫০০ দিন যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া