adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় ম্যাচেও ভারতের দাপুটে জয়

ছবি: সংগৃহীতস্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ২-০ তে এগিয়ে গেলো সফরকারী ভারত। ইংল্যান্ডের দেয়া ২২৭ রানের টার্গেট ৭ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। টসে হেরে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ভারতকে ২২৮ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। জবাবে ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সফরকারীরা। ট্রেন্ট ব্রিজে আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালই করে ইংলিশরা। ৮২ রানের উদ্বোধনী জুটি গড়েন অ্যালিস্টার কুক ও অ্যালেক্স হালস। ৪৪ রান করে আউট হন  ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। আরেক ওপেনার হালস করেন ৪২ রান। এছাড়া ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার মিডল অর্ডারে করেন ৪২ রান। পরের দিকে ট্রেডওয়েলের ৩০ রান ছাড়া আর কেউ তেমন রান না করায় ২২৭ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ২২৮ রানের টার্গেটে খেলতে নেমে আম্বাতি রাউডুর অপরাজিত ৬৪, আজিঙ্কা রাহানের ৪৫, সুরেশ রায়নার ৪২ ও ভিরাট কোহলির ৪০ রানে সহজ জয় পায় ধোনিবাহিনী। ৭ ওভার হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পন্ড হওয়ার পর এ জয়ের ফলে সফরকারী ভারত ২-০ তে এগিয়ে গেল। সিরিজের চতুর্থ ওয়ানডেতে ২ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া