adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে খেলবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : আগামী মাসেই ক্রিকেটে ফিরছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কমায় এশিয়ান গেমসের ক্রিকেট দলে নেয়া হয়েছে বাংলাদেশের এই তারকা খেলোয়াড়কে। স্পিনার সোহাগ গাজীর পরিবর্তে সাকিবকে দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ সফরে সোহাগ গাজীর বোলিং নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সন্দেহ প্রকাশ করায় অস্ট্রেলিয়ায় বোলিং পরীক্ষা করাতে যেতে হচ্ছে সোহাগকে। তাই সোহাগের জায়গায় সাকিবের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব বোর্ডের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিয়ের কারণে এশিয়ান গেমসের দলে মুশফিককে নেয়া হয়নি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে ১৭তম এশিয়ান গেমস। প্রসঙ্গত, ২০১০ সালের এশিয়ান গেমসে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ দল সোনা জয়ের কৃতিত্ব দেখিয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া