গহীন অরণ্যে ফের অস্ত্রের সন্ধানে র্যাব
ডেস্ক রির্পোট : জেলার সাতছড়ি গহীন অরণ্যে অস্ত্রের সন্ধানে ফের অভিযান পরিচালনা করেছে র্যাব। তবে সেখানে কোনো অস্ত্রের সন্ধান পায়নি সংস্থাটি। গোয়েন্দা নজরদারীর অংশ হিসেবে আজ সকাল থেকেই সাতছড়ির বিভিন্ন টিলায় অস্ত্রের সন্ধানে অভিযান চালায় র্যাব। র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোছাব্বির হোসেন জানান, তাদের নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কোনো অস্ত্র পাওয়া যায়নি। যেহেতু কিছুদিন আগে সেখানে অস্ত্র পাওয়া গিয়েছিল সেই সূত্র ধরেই তাদের নিয়মিত টহল। কোনো অস্ত্র পেলে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ৩ জুন থেকে ১০ জনু পর্যন্ত র্যাব সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমনা অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়।