এক মাসে ৩ বার পেট্রোলের দাম কমলো ভারতে
ডেস্ক রিপোর্ট : পার্শ্ববর্তী দেশ ভারতে আবারও কমেছে পেট্রোলের দাম। এ নিয়ে চলতি আগষ্ট মাসেই দেশটিতে পেট্রোলের দাম কমল তিনবার। এর আগে কমেছিল ১ আগস্ট। তারপরে ১৫ আগস্ট। আর সর্বশেষ কমেছে গতকাল ৩০ আগস্ট। তবে সামান্য বেড়েছে ডিজেলের দাম।
শনিবার দেশটির তেল সংস্থাগুলির সূত্রে জানা যায়, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমাসহ ডলারের বিপরীতে রুপির দাম কিছুটা বাড়ায় ভারতের তেল আমদানির খরচ কমেছে। এরই প্রেক্ষিতে পেট্রোলের দাম কমানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। নতুন দাম গত মধ্যরাত থেকেই চালু হয়েছে।
কর বাদ দিয়ে প্রতি লিটারে দর কমছে ১.৫১ টাকা। পাশাপাশি কমেছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজির এক একটি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা।
কর যোগ করার পর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি কমে দাঁড়ায় এক রুপি ৮৯ পয়সায়। ফলে করসহ লিটার প্রতি নতুন দর দাঁড়ালো ৭৬ রুপি ১৪ পয়সা। ভারতে অন্যান্য শহরগুলির মধ্যে দিল্লিত পেট্রোলের দাম এক রুপি ৮২ পয়সা কমে ৬৮ রুপি ৫১ পয়সায়, মুম্বাইয়ে এক টাকা ৯১ পয়সা কমে ৭৬ রুপি ৪১ পয়সায়, চেন্নাইয়ে এক রুপি ৯২ পয়সা কমে ৭১ রুপি ৫৫ পয়সায় দাঁড়িয়েছে। এনডিটিভি