adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ছবি: প্রতীকীডেস্ক রিপোর্ট : জেলার সব রুটে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন-করিমন, ভটভটি ও ব্যাটারি চালিত অটোরিকশা যানবাহন চলাচল বন্ধের দাবিতে জয়পুরহাটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার মো. আব্দুল হাফিজ। ধর্মঘট চলাকালে বাস, মিনিবাস, কোচ, ট্রাক, ট্যাংক-লরি, ট্রাক্টর, বেবি ট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিকশাসহ সব ধরনের ব্যক্তি মালিকানাধীন পরিবহন চলাচল বন্ধ থাকবে। এ ব্যাপারে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার মো. আব্দুল হাফিজ বলেন, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন এসব যানবাহন চলাচল বন্ধের দাবি জানানো হচ্ছে। কিন্তু স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছেন।   

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া