adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ পাকিস্তান ১০২ রানেই

পাকিস্তান ১০২ রানেই শেষ পাকিস্তান ১০২ রানেই শেষ পাকিস্তান d3reel1pস্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সময় যে ভালো যাচ্ছে না সেটা প্রমাণ হলো আরেকবার। সিরিজের প্রথম ম্যাচে হারতে হারতে জেতা আর দ্বিতীয় ম্যাচে জিততে জিততে হারা এই হলো ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। আজ তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন পাক অধিনায়ক মিসবাহ-উল-হক। প্রথম পাওয়ার প্লেতে ১৯ রান তুলতেই আউট ফর্ম শারজিল খান (০) এবং দুই ইনফর্ম আহমেদ শেহজাদ (১০) ও মোহাম্মদ হাফিজ (১)। লঙ্কার বোলিং তোপ সামলাতে না পেরে ফিরে যান ড্রেসিংরুমে। অধিনায়ক মিসবাহ এবং প্রথম ম্যাচের জয়ের নায়ক ফাওয়াদ আলম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু তিলকরতেœ দিলশানের দুরন্ত ফিল্ডিংয়ে রান আউটে কাটা পড়েন মিসবাহ (১৮)। এরপর একে একে আফ্রিদি (২), উমর আকমল (৭), শোয়েব মাকসুদ(৭), ওয়াহাব রিয়াজদের (০) কেউই ফাওয়াদ আলমকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। তাই তো ২৬ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে পাকিস্তানের স্কোরবোর্ডে ওঠে ৮০ রান। ঠিক তখনই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পর লঙ্কান বোলাররা ঝটপট তুলে নেন বাকি ২ উইকেট। একা একা লড়তে থাকা ফাওয়াদ তখন অপরাজিত ছিলেন ৩৮ রানে। আর ৩২.১ ওভারে পাকিস্তানের ইনিংস শেষ হয় ১০২ রানে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া