adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দর স্বপ্নিল পৃথিবীর পথে

আন্তর্জাতিক ডেস্ক : এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো’..। উত্তম-সুচিত্রা’র লিপসিংয়ে গানটি জীবনে কতবার গেয়েছেন তার হয়তো কোনো ইয়ত্তা নেই? আর সেই পথ যদি হয় স্বপ্নের মতো সুন্দর, আর সঙ্গে থাকে প্রিয়জন তবে সেটি হবে অন্যরকম অনুভূতির।

হ্যালেরবস ফরেস্টের বসন্ত (বেলজিয়াম)

রিনাগ্রস পার্কের রডোডেনড্রন টানেল (আয়ারল্যান্ড)

গানের ভাবানুবাদ যাই হোক, তবে আক্ষরিক অনুবাদে বিশ্বজুড়ে এমন সব পথ আছে যেখানে হাঁটলেই ভুলে যাবেন ফেরার বাড়ি কথা। বাজি ধরে বলতে পারি, মনে তখন এই একটি লাইনই ঘুরে-ফিরে আসবে!
‘যে পথ পুষ্পে বিছানো’, আর কবিতায় পড়তে হবে না। শুধু পুষ্প কেনো, লতাপাতা আরও কত কী বিছানো আছে, তা না হাঁটলে বুঝবেন কী করে! বা-নি

     হোয়াইট কারপাথিয়ানসের শরত কাল (আয়ারল্যান্ড)

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া