adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত

ডেস্ক রিপোর্ট: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রয়াদহ এলাকায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় ৫০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। গতকাল গভীর রাতে বাঁধ ভেঙে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা দিয়ে প্রবল বেগে বন্যার পানি ঢুকতে থাকে। এরআগে বর্ষা মৌসুম শুরুর প্রথম থেকেই রয়াদহ এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি কয়েক দফা ধস নামে। ধস ঠেকাতে বালির বস্তা ফেলে তা মেরামতও করা হয়। কিন্তু গত দুই দিনে যমুনায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধিতে বাঁধটি ভেঙে যায়। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী কর্মকর্তা নুরুল ইসলাম সরকার জানান, এ এলাকায় গতকাল যমুনার পানি বিপদ সীমার ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে পবাহিত হয়। রাতেই বন্যার পানি রয়াদহ, শেখেরপাড়া, কড়িতলা, কুতুবপুর, দড়িপাড়াসহ ধুনট উপজেলা জোড়শিমুল, শিখাহাটি, সোনাগা, গজারিয়াসহ আশপাশের এলাকা প্লাবিত হয়। সরেজমিনে দেখা যায়, বাঁধ ভেঙে যাওয়ায় যমুনার পশ্চিম ও দক্ষিণ এলাকার বিদ্ধস্ত এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রতি মুহূর্তেই বাড়ছে পানি। এদিকে বন্যার পানিতে ধুনট উপজেলায়ও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে কয়েকশত হেক্টর ফসলি জমি। বগুড়া-১ আসনের স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নান ঘটনাস্থল থেকে বলেন, অতিদ্রুত বন্যার্তদের পুর্নবাসনে জরুরি সাহায্য দেওয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া